বোলপুর, 10 জুন : মৃতদেহ রাখার মর্গের রেফ্রিজারেটর সাত দিন ধরে বিকল । ফলে সেখানে রাখা মৃতদেহগুলি থেকে ইতিমধ্যেই দুর্গন্ধ বের হতে শুরু করেছে । এমনই চিত্র বোলপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন মর্গে । পরিস্থিতি এতটাই খারাপ যে দ্রুত বিকল রেফ্রিজারেটর সারাই না করলে হাসপাতালে টেকা দায় হয়ে যাচ্ছে, এমনটাই জানালেন ভারপ্রাপ্ত সুপার ।
বোলপুর মহকুমা হাসপাতাল ভবনের ভেতরেই রয়েছে মর্গ । বিগত সাতদিন ধরে এই মর্গে রেফ্রিজারেটরটি বিকল হয়ে পড়ে রয়েছে এই মুহূর্তে পাঁচটি মৃতদেহ রয়েছে মর্গের মধ্যে । তার মধ্যে তিনটি শান্তিনিকেতন থানার অন্তর্গত অজ্ঞাত পরিচয় মৃতদেহ ও দুটি বোলপুর থানার অন্তর্গত । রেফ্রিজারেটর বিকল হওয়ায় ইতিমধ্যে দেহগুলি থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ।
মর্গ সংলগ্ন এলাকাতেই সুপারের অফিস থেকে শুরু করে রয়েছে একাধিক বিভাগ-সহ প্রসূতি বিভাগ ৷ দুর্গন্ধের ফলে সমস্যায় পড়ছেন রোগী থেকে শুরু করে তাঁদের আত্মীয় ও স্বাস্থ্যকর্মীরা ।