পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata to Sukanya Mondal: গ্রেফতার সুকন্যা! রইল গরুপাচার তদন্তের টাইমলাইন - Cattle Smuggling Case

গরুপাচার মামলায় চাঞ্চল্যকর মোড় ৷ বুধবার সন্ধ্যায় ইডির হাতে গ্রেফতার দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ৷ ঠিক দু'বছর আগে অনুব্রতকে গরুপাচার মামলায় তলব করেছিল সিবিআই ৷ কী ভাবে এই তদন্ত শুরু হল ? কোন পথে এগিয়েছে ? এই মামলায় আর কারা জেলে ? রইল তার বিস্তারিত তথ্য ৷

Anubrata Mondal
গরুপাচার মামলা

By

Published : Apr 27, 2023, 6:54 AM IST

Updated : Apr 27, 2023, 9:46 AM IST

কলকাতা ও নয়াদিল্লি, 27 এপ্রিল: বাকি ছিল মেয়ে ৷ তিনিও রেহাই পেলেন না ৷ বুধবার সন্ধ্যায় রাজধানীতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুকন্যা মণ্ডল ৷ প্রাথমিক স্কুলের এই শিক্ষিকার নামে হিসেব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর সঙ্গে গরুপাচার মামলার যোগ থাকতে পারে বলে তাদের অনুমান ৷ বাবা অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডেই গ্রেফতার করেছে সিবিআই ৷ এরপর তিনি ফের ইডির হাতে গ্রেফতার হন এবং এখন তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল ৷

এই কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও । প্রথমে টানা জেরা এবং তারপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷ তিনিও এখন তিহাড় জেলের বাসিন্দা ৷ বীরভূমের জেলা সভাপতির হিসাবরক্ষক মণীশ কোঠারীকেও এই গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে ৷ বাবা থেকে মেয়ে- গরুপাচারের তদন্তে হয়েছে একের পর এক সমন জারি, হাজিরা এবং অবশেষে গ্রেফতারি ৷ কবে থেকে তদন্ত শুরু হল, আর বুধবার সন্ধ্যা পর্যন্ত কী কী ভাবে তদন্ত এগিয়েছে ৷ রইল তার টাইমলাইন ৷

শুরুর কথা: রাজ্যে তখন বিধানসভা নির্বাচন চলছে ৷ আট দফায় নির্বাচন পর্ব হয়েছিল ৷ সেই সময় 23 এপ্রিল বীরভূমে বিধানসভা নির্বাচনের আগে আয়কর দফতর বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-সহ তাঁর 4 আত্মীয়কে নোটিশ পাঠায় ৷ গরুপাচার মামলায় তাঁকে সিবিআই নোটিশ পাঠায় 26 এপ্রিল ৷ বীরভূমের ইলামবাজারের সুখবাজারে গরুর হাট বসে ৷ এটাই দক্ষিণবঙ্গে সবচেয়ে বড় গরু বেচা-কেনার জায়গা৷ এখান থেকে সীমান্ত টপকে বাংলাদেশে গরুপাচারের ব্যবসাও চলে বলে অভিযোগ ৷ রাজ্যে এই গরুপাচার নিয়ে তদন্ত শুরু হওয়ার পরে এনামূল হককে গ্রেফতার করে সিবিআই ৷ সেখান থেকে এই মামলায় অনুব্রতর হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ এই তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করে সিবিআই ৷ সেই শুরু ৷

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষীর সম্পদে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! ডায়েরিতে মিলল প্রভাবশালীদের নাম

ভোট-পরবর্তী হিংসা:একুশের নির্বাচন শেষে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা ঘটে ৷ তাতে নাম জড়ায় অনুব্রতর ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তৃণমূল নেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ 2022 সালের 2 ফেব্রুয়ারি রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন করেন অনুব্রত মণ্ডল ৷

গরুপাচার মামলা:

একুশের বিধানসভা নির্বাচনের আগে থাকতেই গরুপাচার মামলা নিয়ে তদন্ত করছিল সিবিআই ৷ আর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বীরভূমে এসে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ তারপরেই হিসেব বহির্ভূত সম্পত্তি নিয়ে প্রথমে আয়কর দফতর নোটিশ পাঠায় ৷ এরপর বীরভূমে নির্বাচনের আগেই সিবিআই তাঁকে গরুপাচার মামলায় তলব করেছিল ৷

2022 সালে 14 ফেব্রুয়ারি: ফের গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই ৷ নিজাম প্যালেসে তাঁকে ডেকে পাঠানো হয় ৷ কিন্তু নেতা হাজিরা এড়িয়ে যান ৷

25 ফেব্রুয়ারি: গরুপাচার মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ফের অনুব্রতকে তলব করে সিবিআই। আর তিনিও আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফাঁকি দেন ৷

10 মার্চ: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত ৷

15 মার্চ: ফের গরুপাচার মামলায় অনুব্রতকে তলব করে সিবিআই ৷ 15 মার্চও সিবিআইয়ের হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল ৷

29 মার্চ: কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে ৷ এরপরেই তাঁকে জেরার তৎপরতা শুরু করে সিবিআই ৷

6 এপ্রিল: সিবিআই হাজিরা দিতে গিয়ে অনুব্রত মণ্ডল চিনার পার্কের বাড়ি থেকে বের হন ৷ এরপর তাঁর গাড়ি সোজা এসএসকেএমে ঢোকে ৷ অসুস্থ বোধ করায় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন ৷

7 এপ্রিল: অনুব্রতর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট নিতে এসএসকেএমে সুপারের ঘরে আসে খোদ সিবিআই কর্তারা ।

23 এপ্রিল: ফের অনুব্রতকে তলব করে সিবিআই ৷ আবার হাজিরা এড়িয়ে যান দাপুটে তৃণমূল নেতা ৷

19 মে: প্রথমবার নিজাম প্যালেসে পৌঁছন অনুব্রত ৷

24 মে: গরুপাচার মামলায় ফের তাঁকে তলব করে সিবিআই এবং যথারীতি হাজিরা এড়ান তৃণমূল নেতা ৷

9 জুন: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করা হয় ৷

5 অগট: ফের গরুপাচার মামলায় নিজাম প্যালেসে অনুব্রতকে ডেকে পাঠানো হয় ৷ আর হাজিরা এড়িয়ে যান অনুব্রত ৷

আরও পড়ুন: পাতে গরম কচুরি-ল্যাংচা! দলীয় কর্মীদের সঙ্গে কথোপকথনে কেষ্ট

9 অগস্ট: ফের সিবিআই তলব করে অনুব্রতকে ৷ হাজিরা এড়িয়ে যান অনুব্রত ৷

10 অগস্ট: রক্ষাকবচ পেতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন অনুব্রত ৷

11 অগস্ট: বোলপুরের নীচুপট্টীর বাড়ি থেকে সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷

18 অগস্ট: সুকন্যা মণ্ডলকে তলব করে সিবিআই ৷

24 অগস্ট: প্রথম জেল হেফাজতে গেলেন অনুব্রত মণ্ডল ৷ তাঁর ঠিকানা হল আসানসোলের বিশেষ সংশোধনাগার ৷

25 অগস্ট: অনুব্রত ও সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানায় ইডি ৷

16 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করে সিবিআই ৷

23 সেপ্টেম্বর: ফের সুকন্যাকে হাজিরার নির্দেশ ৷ কিন্তু হাজিরা এড়িয়ে যান মেয়ে ৷

7 অক্টোবর: অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷

15 অক্টোবর: সুকন্যা মণ্ডলকে ফের তলব করে সিবিআই ৷

5 নভেম্বর: দিল্লি নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ৷

17 নভেম্বর: ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত ৷

20 ডিসেম্বর: একটি হুমকি মামলায় অনুব্রতকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুবরাজপুর থানা ৷ তাতে সাময়িক হাজতবাস হয় তাঁর ৷

2023 সালের 7 মার্চ: অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি ৷

15 মার্চ: ফের তলব করা হয় সুকন্যা মণ্ডলকে ৷ তিনি আসেননি ৷

18 মার্চ: ফের তলব সুকন্যা মণ্ডলকে ৷

24 মার্চ: ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি ৷

8 এপ্রিল: ফের তলব সুকন্যা মণ্ডলকে। তিনি হাজিরা এড়িয়ে যান ৷ বারবার হাজিরা এড়িয়েও গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল ৷ ঠিক তেমন ভাবেই হাজিরা এড়িয়েও 26 এপ্রিল গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের মেয়ে ৷

আরও পড়ুন: আমার ভবিষৎবাণী সত্যি হল, সুকন্যা গ্রেফতারের পরই কটাক্ষ সুকান্তের

Last Updated : Apr 27, 2023, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details