পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশন দুর্নীতি বোলপুরের ঘিদহ গ্রামে, আটক ডিলার - Bolpur

রেশন দুর্নীতির অভিযোগে ডিলার শেখ মোদেশ্বর আলির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ৷ রেশন ডিলারকে আটক করেছে পুলিশ । সিল করে দেওয়া হয়েছে দোকান ৷

Ration corruption in  Bolpur
রেশন দুর্নীতি বোলপুরের ঘিদহ গ্রামে

By

Published : May 5, 2020, 3:42 PM IST

বোলপুর, ৫ মে : লকডাউনের জেরে বন্ধ রোজগার ৷ গ্রামাঞ্চলে দিনআনা দিনখাওয়া পরিবারগুলির এখন রেশনই ভরসা ৷ সেই রেশনেই দুর্নীতি বোলপুরের ঘিদহ গ্রামে ৷ রেশন ডিলারের বাড়ি ঘিরে বিক্ষোভ জানায় গ্রামবাসীরা । ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা এলাকায় । খবর পেয়ে বোলপুর থানার পুলিশ, কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি সামাল দেন৷ সিল করে দেওয়া হয়েছে দোকান ।

মিলছে না পর্যাপ্ত রেশন সামগ্রী । এই অভিযোগ বীরভূম জেলার একাধিক জায়গায়৷ এমনকী বিরোধী দল BJP, CPIMও লকডাউনে রেশন দূর্নীতির অভিযোগ তুলেছে বহুবার । এবার বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ঘিদহ গ্রামে রেশন ডিলারের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, সঠিক ভাবে রেশন দিচ্ছেন না । লকডাউনে সরকারি নির্দেশিকা অনুযায়ী সামগ্রী প্রথম থেকেই দিচ্ছেন না এই রেশন ডিলার । এমনকী, সমস্ত দিন খোলা থাকছেনা রেশন দোকান । এই অভিযোগে ডিলার শেখ মোদেশ্বর আলির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ৷ ডিলারকে মারধর করতেও যায় উত্তেজিত বাসিন্দারা ৷ উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম ।

রেশন দুর্নীতি বোলপুরের ঘিদহ গ্রামে

খবর পেয়ে বোলপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ রেশন ডিলারকে আটক করেছে পুলিশ । সিল করে দেওয়া হয়েছে দোকান ৷

ABOUT THE AUTHOR

...view details