তারাপীঠ, 21 জুন: প্রত্যেক বছরের মতো এবারেও তারাপীঠে পালিত হল রথযাত্রা ৷ তবে সেই রথে ছিল না বলরাম, সুভদ্রা ও জগন্নাথ । কারণ, তারাপীঠের রথে অধিষ্ঠাত্রী মা তারা । ভক্ত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠে রথের প্রচলন করেছিলেন । সেই পিতলের রথেই মঙ্গলবারও মা তারাকে বসিয়ে ঘোরানো হয় । প্রতি বছরের মতো মা তারার রথযাত্রা দেখতে উপচে পড়ে ভিড় । বহু মানুষ তাঁদের পরিবারের মঙ্গল কামনার জন্য এখানে আসেন দর্শন করতে ৷ হাজার হাজার ভক্তদের মধ্যে মণ্ডা, মিঠাই বিতরণ করা হয়।
কলকাতার ইসকন, হুগলির মাহেশ ও মহিষাদলেও প্রাচীন রথযাত্রায় বলরাম, সুভদ্রা ও জগন্নাথ রথে পরিক্রমা করেন । ব্যতিক্রম শুধু তারাপীঠের রথ । কারণ তারাপীঠের রথে অধিষ্ঠাত্রী মা তারা । তারাপীঠের রথযাত্রা ঠিক কবে শুরু হয়েছিল তার দিনক্ষণ কেউই সঠিক জানে না ৷ তবে মন্দিরের সেবায়েত সাহিত্যিক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ে উল্লেখ আছে, ‘তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠে রথের প্রচলন করেছিলেন । মা তারার জন্য তৈরি করা হয়েছিল একটি পিতলের রথ । সেই রথেই আজও মা তারা গর্ভগৃহ থেকে বেরিয়ে তারাপীঠে ঘোরেন। মা তারার রথ রাখার জন্য ঘরও তৈরি করা হয়েছিল । জানা গিয়েছে, যুক্তফ্রন্টের আমলে ওই রথ ঘরের উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়।