পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rare Bombay Blood Group: দুষ্প্রাপ্য বম্বে গ্রুপের রক্ত মিলল বোলপুরের মহিলার দেহে - বোলপুরের মহিলার দেহে বম্বে গ্রুপের রক্ত

বীরভূমে এক মহিলার শরীরে মিলেছে দুষ্প্রাপ্য বম্বে গ্রুপের রক্ত । বিরল গ্রুপের রক্তটি 'বম্বে গ্রুপ' নামেই পরিচিত । যা দশ লক্ষ মানুষের মধ্যে মাত্র 1 জনের শরীরে পাওয়া যায় ৷

Etv Bharat
বোলপুরের মহিলার দেহে বম্বে গ্রুপের রক্ত

By

Published : Apr 6, 2023, 10:53 PM IST

বোলপুরের মহিলার দেহে বম্বে গ্রুপের রক্ত

বোলপুর, 6 এপ্রিল: দুষ্প্রাপ্য বম্বে গ্রুপের রক্তের সন্ধান মিলল বীরভূমের এক মহিলার দেহে ৷ হাত ভেঙে বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর 45-এর ওই মহিলা । রক্তের প্রয়োজন হয় তাঁর ৷ বৃহস্পতিবার রক্তের গ্রুপ চিহ্নিতের সময় জানা যায় তাঁর দেহে ওএইচ বা বম্বে গ্রুপের রক্ত রয়েছে । দশ লক্ষ মানুষের মধ্যে একজনের দেহে এই গ্রুপের রক্তের সন্ধান মেলে । রাজ্যে মাত্র 6 থেকে 7 জনের এই গ্রুপের রক্ত রয়েছে । এইচ এইচ বা ওএইচ রক্ত খুবই দুষ্প্রাপ্য ।

বম্বে নামকরণ কেন ?

বম্বে শহরে (যার বর্তমান নাম মুম্বই) 1952 সালে চিকিৎসক ওয়াই জি ভেণ্ডে এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন ৷ তাই এই বিরল গ্রুপের রক্তটি 'বম্বে গ্রুপ' নামেই পরিচিত ।

দুষ্প্রাপ্য হওয়ায় এই গ্রুপের রক্ত কোনও ব্লাড ব্যাংকে মজুত বা সংরক্ষণ করা হয় না ৷ কেবল জরুরি ভিত্তিতেই সংগ্রহ করা হয় ৷ বীরভূম জেলায় এই গ্রুপের রক্ত রয়েছে এক ব্যক্তির শরীরে । তিনি রাজনগরের বাসিন্দা ৷ এবার বম্বে গ্রুপের রক্তের সন্ধান মিলল বোলপুরের নূরপুরের বাসিন্দা এক মহিলার শরীরে । হাত ভেঙে যাওয়ার পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এক ইউনিট রক্তের প্রয়োজন হয় তাঁর ৷ আগে ওই মহিলা কখনও রক্তের গ্রুপ পরীক্ষা করেননি । তাই নমুনা সংগ্রহ করে বোলপুর মহকুমা হাসপাতালে রক্তের কোন গ্রুপ তা জানার জন্য পরীক্ষা করা হয় । কিন্তু কোনওরকম রক্তের ম্যাচ না হওয়ায় নমুনা পাঠানো হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে ।

সেখানে পরীক্ষা করে চিকিৎসকেরা বম্বে গ্রুপের রক্তের সন্ধান পান ৷ দ্রুত বীরভূম ভলেন্টারি ব্ল্যাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফে ওই মহিলাকে দুষ্প্রাপ্য রক্ত দেন রাজনগরের এক যুবক । এদিন বোলপুরের বেসরকারি হাসপাতালে ওই মহিলার অস্ত্রোপচার হয় । মহিলার ছেলে বলেন, "আমার মায়ের দেহে বম্বে গ্রুপের রক্তের সন্ধান মিলেছে । রেয়ার ব্লাড গ্রুপ হওয়ায়, বীরভূম ভলেন্টারি ব্ল্যাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নূরুল হকের দ্বারস্থ হই ৷ উনি 30 ঘণ্টার মধ্যে এই রক্তের ব্যবস্থা করে দেন ৷ তাঁদের গ্রুপের এক যুবক আমার মাকে রক্ত দেন ।"

অন্যদিকে নূরুল হক বলেন, "এই রাজ্যে মাত্র 6 থেকে 7 জনের দেহে বম্বে গ্রুপের রক্ত রয়েছে ৷ বীরভূম জেলায় একজন ছিল ৷ এখন আরেক জনের সন্ধান মিলেছে ৷ দুষ্প্রাপ্য এই গ্রুপের রক্তের দাতা ও গ্রহীতার নাম আমরা প্রকাশ করি না ৷ অনেক রকম কালোবাজারি হয় তাই ৷ তবে ওই মহিলাকে রক্ত দেওয়া হয়েছে । তাঁর অপারেশনও হয়েছে ।"

আরও পড়ুন :কোভিডের ঝুঁকি বেশি এবি এবং বি রক্তের গ্রুপের মানুষদের ! কাদের ঝুঁকি কম ?

ABOUT THE AUTHOR

...view details