রামপুরহাট, 13 নভেম্বর :ঝাড়খণ্ডের শিকারীপাড়া এলাকায় গুলিবিদ্ধ হলেন রামপুরহাটের এক পাথর ব্যবসায়ী । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । পরে সেখান থেকে ভরতি করা হয় দুর্গাপুর মিশন হাসপাতালে ।
ওই পাথর ব্যবসায়ীর নাম মনোজ ভকত । বাড়ি রামপুরহাটের নিশ্চিন্তপুরে । গতকাল বিকেল পাঁচটা নাগাদ শিকারীপাড়া থানার সারসডাঙা গ্রামে মোটরবাইকে করে যাচ্ছিলেন তিনি । সেই সময় পিছন থেকে মোটর বাইকে এসে দুই দুষ্কৃতী তাঁকে গুলি করে পালায় । পিঠে গুলি লাগে মনোজের ।