রামপুরহাট, 30 মার্চ : ভাদু শেখ খুনের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ । এই ঘটনায় 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় । তাদের মধ্যে আজ ধরা পড়েছে শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মালদা, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে গ্রেফতার করে পুলিশ । এর আগে হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল । ভাদু শেখ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান (Rampurhat Police arrests 3 accused in Bhadu Sheikh Murder in Bagtui Rampurhat) ৷
গত 21 মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিচ্ছিলেন রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ । ঠিক সেই সময় পিছন থেকে বোমা মেরে খুন করা হয় তাঁকে । তার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম ৷ ওই রাতেই বগটুই গ্রামের 8-10টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে । পরের দিন একটি বাড়ি থেকেই সাতজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট দমকল বাহিনী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন হয়ে তড়িঘড়ি তদন্ত আরম্ভ হয় । কিন্তু তিন দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।