রামপুরহাট 13 জুলাই: দিন কয়েক আগে রামপুরহাট তৃণমূল কার্যালয় থেকে একটি টোল ফ্রি নম্বর চালুর কথা ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । আজ ঘোষণা মতো সেই টোল ফ্রি নম্বর চালু করা হল । এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "পৌরসভাকে বলো" ।
এই নম্বর চালু হওয়ার ফলে এখন সমস্যা অথবা অভিযোগ জানানোর জন্য এলাকার বিদায়ী কাউন্সিলর বা দলীয় কর্মীকে বলার প্রয়োজন হবে না রামপুরহাটের বাসিন্দাদের । সরাসরি এই নম্বরে ফোন করলেই অভিযোগ অনুযায়ী সমস্যা সমাধান করা হবে ৷ এই দাবি করেন বিধায়ক আশিস বন্দোপাধ্যায় । চলতি বছরে রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির মতোই রামপুরহাট পৌরসভার মেয়াদও শেষ হয়ে গেছে । কিন্তু কোরোনা সংক্রমণের জেরে নির্বাচন অসম্ভব । তাই রামপুরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে প্রশাসক পদে বসানো হয় । অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে । তাই টোল ফ্রি নম্বর চালু হওয়ার ফলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন অনেকে ।