রামপুরহাট, 19 এপ্রিল : ‘‘বগটুই গণহত্যার মূল পান্ডা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায় ৷ শাসকদলের এই বিধায়কের নির্দেশেই ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড ৷’’ বিস্ফোরক মন্তব্য ঘটনার প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখের ৷ প্রায় একমাস পরেও বগটুই কাণ্ড নিয়ে কার্যত উত্তাল রাজ্য ৷ আদালতের নেতৃত্বে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে ৷ গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 28 জনকে ৷ নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতার ৷ তার মধ্যেই এই মন্তব্য ঘটনায় নয়া মোড় আনল বলেই মনে করা হচ্ছে (Rampurhat MLA Asish Banerjee is responsible for Bagtui Massacre says Mihilal Sheikh) ৷
গত 21 মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামে শিশু ও মহিলা-সহ 7 জনকে খুন করে একটি ঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় । পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ আরও দু'জন মহিলার মৃত্যু হয় ।
এই ঘটনাতেই মঙ্গলবার কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন মৃতদের পরিবারের সদস্য মিহিলাল ৷ তিনি বলেন, ‘‘এই ঘটনা রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটেছে ।’’ মিহিলালের অভিযোগ, বগটুই গ্রামে ভাদু শেখ গোষ্ঠীর সঙ্গে বিবাদ মেটানোর জন্য বহু আগেই আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তাঁরা । কিন্তু তিনি সেই বিবাদ মেটানোর কোনও উদ্যোগই নেননি । পরে বিধায়কই আনারুল হোসেনকে দিয়ে এই কাণ্ড ঘটান ।