রামপুরহাট, 2 জুন : লকডাউনে সরকারি নির্দেশিকা অনুযায়ী অনেকটাই সচল হয়েছে জনজীবন । রাজ্যে চলছে বেসরকারি বাস, টোটো, অটো, ট্যাক্সি । মুখ্যমন্ত্রীর নির্দেশে খোলা হয়েছে রাজ্যের ধর্মস্থানগুলি । শুধু তারাপীঠ মন্দির ছাড়া বীরভূমের প্রায় প্রতিটি ধর্মস্থানে কোরোনা ভাইরাসের সতর্কতা নিয়ে চলছে পূজার্চনা । আর এই তারাপীঠ মন্দির বন্ধ হওয়ার জন্যই বিপাকে পড়েছে রামপুরহাটের প্রায় তিন হাজার মানুষ ।
রামপুরহাট রেল স্টেশনে আসা তারাপীঠের দর্শনার্থীদের একমাত্র যাওয়ার উপায় অটো । লকডাউনের প্রথম দিন থেকেই রামপুরহাট রেল স্টেশন চত্বরে দাঁড়িয়ে আছে সেই কয়েকশ অটো । কর্মহীন হয়ে পড়েছে অটো চালকরা ৷ সরকারি তরফে বেসরকারি অটো টোটো ও বাস চলার ছাড়পত্র মেলায় আশায় বুক বেঁধেছিল রামপুরহাটের এই অটো ব্যবসায়ীরা । কিন্তু এখনও রামপুরহাট রেল স্টেশনের সামনে সারি সারি দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে তিনশত অটো ।
অটোচালক শ্যামল ব্যানার্জি বলেন, ‘‘তারাপীঠের উপরই নির্ভরশীল আমাদের অটো ব্যবসা তাই মায়ের মন্দির না খুললে আমাদের পেটের ভাত জুটবে না ।’’