শান্তিনিকেতন, 20 জানুয়ারি : প্রয়াত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী (Gora Sarbadhikari)। বয়স হয়েছিল 81 বছর । তাঁর প্রয়াণে শোকের ছায়া শান্তিনিকেতনে । একসময় বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষ পদ সামলেছেন সঙ্গীতশিল্পী ৷
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর প্রয়াত হন সেই বছরেরই 29 জুলাই জন্মগ্রহণ করেন গোরা সর্বাধিকারী (rabindra sangeet singer gora sarbadhikari passes away) ৷ ঝাড়গ্রামের বাসিন্দা গোরা সর্বাধিকারীর জার্মানিতে পড়তে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু, বিশ্বভারতীর সঙ্গীতভবনে পড়ার সুযোগ পেয়ে বিদেশে যাওয়ার মোহ ত্যাগ করেন ৷ 20 বছর বয়স থেকে এখানেই থেকে যান তিনি ৷ এরপর আশ্রম কন্যা তথা গুরুদেবের স্নেহের ছাত্রী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন তিনি ৷ ধীরে ধীরে সঙ্গীত জগতের ধ্রুবতারা হয়ে উঠতে থাকেন গোরা সর্বাধিকারী ৷ পরবর্তীতে বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষও হন ৷ এমনকী, বিশ্বভারতীর সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির সদস্যও ছিলেন তিনি ৷