পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আবহে শূন্য শান্তিনিকেতন, কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান

‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ - বিশ্বকবির জন্মদিনে তাঁরই লেখা এই গান বোধহয় আজ গোটা শান্তিনিকেতনবাসীর মনে বাজছে ৷ ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে বন্ধ কবিগুরুর 160তম জন্মদিবসের অনুষ্ঠান ৷ গোটা শান্তিনিকেতন জুড়ে আজ বিরাজ করছে স্তব্ধতা ৷

করোনা আবহে শূন্য শান্তিনিকেতন, কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান
করোনা আবহে শূন্য শান্তিনিকেতন, কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান

By

Published : May 9, 2021, 10:42 AM IST

Updated : May 9, 2021, 12:34 PM IST

শান্তিনিকেতন, 9 মে : আজ 25 শে বৈশাখ । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস ৷ এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে বন্ধ কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।

"বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা , বিপদে আমি না যেন করি ভয়"

তাই একপ্রকার বাধ্য হয়েই রবি ঠাকুরের জন্মদিবসের অনুষ্ঠান পালন থেকে বিরত থাকতে হল পড়ুয়া থেকে অধ্যাপক সকলকেই ৷ এবছর উদযাপিত হল না কবিগুরুর জন্মদিন । কার্যত শূন্য শান্তিনিকেতন ।

"সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান , সঙ্কটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ"


বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একবার উপাসনা গৃহে এসে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন । কেবল এটুকুই ৷ রবীন্দ্র জন্মজয়ন্তীতে এই প্রথমবার শূন্য উপাসনা গৃহ, ছাতিমতলা ও রবীন্দ্রভবন সহ আশ্রম এলাকা ।

কবিগুরুর জন্মদিনে বন্ধ সব অনুষ্ঠান, শুনশান শান্তিনিকেতন
"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে"

প্রতিবছর এই দিনটি উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনৃত্য়, বই প্রকাশ প্রভৃতি দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ।

"তুমি রবে নীরবে, হৃদয়ে মম"

শান্তিনিকেতনের আকাশে বাতাসে এবার বিষন্নতার ছায়া ৷ করোনার প্রভাবে বিশ্বকবির বিশ্বভারতীও আজ যেন নীরবতা পালন করছে ৷

করোনা আবহে রবীন্দ্রজয়ন্তীতে বিষণ্ণময় কবিগুরুর স্বপ্নের শান্তিনিকেতন
"দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ , জপিতেছে জপমালা বসি নিশিদিন "

আরও পড়ুন :আরও ভয়ঙ্কর করোনা, চলতি বছরে সর্বোচ্চ দৈনিক মৃত্যু রাজ্যে

Last Updated : May 9, 2021, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details