শান্তিনিকেতন, 1 মার্চ : 24 ঘণ্টা পর ঘেরাওমুক্ত বিশ্বভারতীর কর্মসচিব ৷ ছাত্রাবাস খোলার দাবিতে তবে আন্দোলন চলবে, জানালেন পড়ুয়ারা ৷ কেন্দ্রীয় কার্যালয়ে চলছে ছাত্রছাত্রীদের আন্দোলন । তবে কর্মসচিব-সহ তিন আধিকারিককে ঘেরাওমুক্ত করা হয়েছে (Protesting students at Visva Bharati lifts Gherao after 24 hours) ৷ তবে তারপরও কর্মসচিব বাইরে বের হননি ৷ কারণ হিসাবে তিনি জানান, পড়ুয়ারা বাইরে আন্দোলনরত চালিয়ে যাচ্ছেন ৷ ভিড় জমে রয়েছে সেখানে ৷ এই পরিস্থিতিতে তাঁর বাইরে বেরনো নিরাপদ মনে করছেন না তিনি ৷
করোনা পরিস্থিতির পর বিশ্বভারতী খুললেও ছাত্রাবাসগুলি খোলেনি ৷ দূর-দূরান্ত থেকে এসে বহু পড়ুয়া ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে এই বিশ্বভারতীতে ৷ তাই ছাত্রাবাস খোলার দাবিতে কয়েক দিন ধরেই দফায় দফায় আন্দোলন, ডেপুটেশন কর্মসূচি চলছিল ৷ 28 ফেব্রুয়ারি সকাল থেকে একই দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর সঙ্গীতভবন, কলাভবন, পাঠভবন, শিক্ষাভবন-সহ একাধিক বিভাগের পঠন-পাঠন বন্ধ করে দেয় ৷ বিভাগের গেটে তালা গিয়ে চলে বিক্ষোভ । পরে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসচিবের দফতরে বিক্ষোভ দেখাতে আসেন আন্দোলনকারীরা । সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়াদের । ছাত্রীদের পোশাক ছিঁড়ে যায় ধ্বস্তাধস্তিতে ৷