দেউচা-পাচামি (বীরভূম), 1 অক্টোবর: খোলামুখ কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ ও উচ্ছেদের বিরুদ্ধে সরব হল সেখানকার আদিবাসী মানুষজন ৷ বেআইনি জমি অধিগ্রহণ বন্ধ করার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই দেউচা-পাচামির হরিণশিঙা এলাকায় মিছিল করলেন তাঁরা ৷ হাতে বাঁশ ও লাঠি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে মিছিলে সামিল হন আদিবাসী মহিলারা ৷ তাঁদের অনেককে কোলে দুধের শিশু নিয়েও দেখা গিয়েছে প্রতিবাদে সামিল হতে ৷
ক্রিটেশিয়াস যুগে ভূমিকম্পের কারণে ছোটনাগপুর প্রান্তিয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভূগর্ভে চলে যায় ৷ বর্তমানে সেই ছোটনাগপুর অঞ্চল অর্থাৎ, ঝাড়খণ্ড-বাংলা সীমানা-সহ বীরভূমের দেউচা-পাচামি এলাকা খনিজ সম্পদে ভরপুর ৷ দেউচা-পাচামির কমপক্ষে 3 হাজার 400 একর জমিজুড়ে 1 হাজার 179 মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে ৷ যা তোলা সম্ভব হলে, এটিই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি ৷ এছাড়াও, কয়লার স্তরের উপর 1 হাজার 138 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট শিলাস্তর রয়েছে ৷ তাই এখানে কয়লা খনি প্রকল্পের জন্য এখনও পর্যন্ত 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ৷ যার মধ্যে 10 হাজার কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷