পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal : বিশ্বভারতীর উপাচার্যকে বাড়িতে ঘেরাওয়ের সিদ্ধান্ত, হুঁশিয়ারি অনুব্রতর - বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাওয়ের হুঁশিয়ারি অনুব্রতর

আজ বিশ্বভারতীর একাংশ কর্মী ও অধ্যাপক অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন ৷ সেখানেই বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল

By

Published : Aug 25, 2021, 3:52 PM IST

Updated : Aug 25, 2021, 5:25 PM IST

বোলপুর, 25 অগস্ট : বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল ৷ আজ বিশ্বভারতীর একাংশ কর্মী ও অধ্যাপক বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন । সম্প্রতি, বিশ্বভারতীতে পড়ুয়া বহিষ্কার, অধ্যাপকদের সাসপেণ্ড করা হচ্ছে । সেই প্রসঙ্গে অনুব্রতর সঙ্গে আলোচনা হয় । এরপরই অনুব্রত মণ্ডল জানান, বিশ্বভারতীর কর্মী অধ্যাপকেরা উপাচার্যকে তিনদিন ধরে ঘেরাও করবে ৷ তাতে তৃণমূল সমর্থন করবে । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে 2 সেপ্টেম্বরের পর যে কোনওদিন ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বিশ্বভারতীকে কেন্দ্র করে গত এক বছর ধরে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়া, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকারা বিক্ষোভ করে আসছে । পাশাপাশি উপাচার্যকে বিভিন্ন ভাবে আক্রমণ করছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । সদ্য তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এছাড়াও পদার্থবিদ্যা বিভাগের দুই অধ্যাপককে অনির্দিষ্টকালের জন্য সাসপেণ্ড করা হয়েছে । আগেও বেশ কয়েকজন কর্মী, অধ্যাপক ও অধ্যাপিকাকে সাসপেণ্ড করে রাখা হয়েছে । সব মিলিয়ে উপাচার্যের বিরুদ্ধে একটা বড় অংশের পড়ুয়া, কর্মী, অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিকের ক্ষোভ রয়েছে ।

আরও পড়ুন,Visva Bharati : 2 অধ্যাপককে সাসপেন্ড, 3 পড়ুয়াকে বহিষ্কার করল বিশ্বভারতী

এদিন, এই ক্ষুব্ধ অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ বাড়িতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন । বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয় দীর্ঘক্ষণ । পরে অনুব্রত মণ্ডল বলেন, "কর্মী, অধ্যাপক, পড়ুয়ারা বাড়িতে ঘেরাও করবে উপাচার্যকে ৷ আমরা তৃণমূল-কংগ্রেস সমর্থন করব । 2 তারিখের পর জানিয়ে দেব । যে কোনও দিন ঠিক করে উপাচার্যকে এক টানা তিন দিন ঘেরাও করে রেখে দেওয়া হবে ৷ পারলে আটকাবে । যা মন তাই শুরু করেছে পাগল ভিসি । পাগলামিটা ছাড়াতে হবে । কী করে ছাড়াতে হয় আমরা জানি ।"

Last Updated : Aug 25, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details