পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগ সংক্রান্ত বেনিয়মের অভিযোগ তোলায় সাসপেন্ড বিশ্বভারতীর অধ্যাপক - professor of visva bharati suspended

বিশ্বভারতীর উপাচার্যের তত্ত্বাবধানে কর্মসমিতির বৈঠক ছিল। সেই বৈঠকে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হল। এই মর্মে নিজস্ব ওয়েবসাইট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কারণ হিসাবে দেখানো হয়েছে, অধ্যাপক সুপীপ্তবাবু একটি অভিযোগকে প্রমাণ হওয়ার আগেই জনসমক্ষে এনেছেন ।

teacher
teacher

By

Published : Jan 7, 2021, 11:06 PM IST

শান্তিনিকেতন, 7 জানুয়ারি : বিশ্বভারতীর পাঠভবনের অধ্যাপিকার নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার পর এক অধ্যাপককে সাসপেন্ড করল কর্তৃপক্ষ। বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হল। এদিন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে কর্মসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়৷

বিশ্বভারতীর পাঠভবনের অধ্যাপিকা বধিরূপা সিংহের নিয়োগ সঠিক পদ্ধতি মেনে হয়নি। নিয়োগে একাধিক বেনিয়ম ছিল। এমনই অভিযোগ তুলে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী, পরিদর্শক তথা রাষ্ট্রপতি, প্রধান তথা রাজ্যপাল সহ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দিয়েছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।


এদিন, বিশ্বভারতীর উপাচার্যের তত্ত্বাবধানে কর্মসমিতির বৈঠক ছিল। সেই বৈঠকে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হল। এই মর্মে নিজস্ব ওয়েবসাইট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কারণ হিসাবে দেখানো হয়েছে, অধ্যাপক সুপীপ্তবাবু একটি অভিযোগকে প্রমাণ হওয়ার আগেই জনসমক্ষে এনেছেন । যাতে ওই অধ্যাপিকার মানহানি হয়েছে।
ইতিমধ্যে ওই অধ্যাপকের কাছে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ডের নোটিস পাঠিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details