পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার জেরে অপসারিত অধ্যক্ষ - news on school uniform story of Birbhum

পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার ঘটনায় সরিয়ে দেওয়া হল শান্তিনিকেতনের এক বেসরকারি স্কুলের অধ্যক্ষ সিস্টার অর্চনা ফার্নান্ডেজকে ।  সঠিক ইউনিফর্ম না পরায় তা খুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ । 18 নভেম্বর সেই অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার জের

By

Published : Nov 25, 2019, 5:24 PM IST

Updated : Nov 25, 2019, 5:30 PM IST

শান্তিনিকেতন, 25 নভেম্বর : পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার ঘটনায় সরিয়ে দেওয়া হল শান্তিনিকেতনের এক বেসরকারি স্কুলের অধ্যক্ষ সিস্টার অর্চনা ফার্নান্ডেজকে । সঠিক ইউনিফর্ম না পরায় তা খুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ । 18 নভেম্বর সেই অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ এরপর ঘটনার তদন্তে স্কুলে যায় জেলা প্রশাসনের একটি দল ৷ অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ এরপরই আজ সরিয়ে দেওয়া হল অধ্যক্ষকে ৷

শান্তিনিকেতনের মকরমপুরের ওই বেসরকারি স্কুলের নিয়ম, প্রত্যেক দিন আলাদা আলাদা রঙের ইউনিফর্ম পরতে হয় । এই নিয়ম অনুযায়ী 18 নভেম্বর যে রঙের ইউনিফর্ম পরার কথা তা পরেনি ক্লাস ওয়ানের কয়েকজন ছাত্রী । অভিযোগ, সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের লেগিন্স খুলে নেয় । শুধু তাই নয়, ওই অবস্থাতেই ছাত্রীদের ক্লাস করতে হয় । ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় দু'টি অভিযোগও দায়ের করা হয় ৷ ঘটনার জেরে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : অন্যদিনের ইউনিফর্ম পরায় খুলে নিল স্কুল কর্তৃপক্ষ, অভিযোগে বিক্ষোভ

ঘটনার তদন্তে জেলাশাসক মৌমিতা গোদারা বসুর নির্দেশে বিশেষ কমিটি গঠিত হয় ৷ রিপোর্ট জমা দেয় কমিটি ৷ এরপরেই 22 নভেম্বর বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে বৈঠক বসেন । সেই বৈঠকেও স্কুলের অধ্যক্ষকে অপসারণের দাবি করেন অভিবাবকরা । এরপর আজ অপসারণ করা হল ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ৷

Last Updated : Nov 25, 2019, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details