শান্তিনিকেতন, ১১ নভেম্বর : আজ শান্তিনিকেতনে বিশ্বভারতীর বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকালই তিনি শান্তিনিকেতনে এসে পৌঁছান ৷ আজ সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতি বিশ্বভারতী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও আদর্শের কথা তুলে ধরেন ৷ পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ইন্দিরা গান্ধি, সত্যজিৎ রায় ও অমর্ত্য সেনের কথাও ভাষণে উল্লেখ করেন তিনি । সমাবর্তন শেষে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বিশ্বভারতীর পাঠভবন, রবীন্দ্রভবন ও কলাভবন ঘুরে দেখেন রাষ্ট্রপতি ।
সকাল সাড়ে 10 টা নাগাদ বিশ্বভারতীর আম্রকুঞ্জের জহরবেদীতে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান । বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রেক্টর তথা রাজ্যপাল জগদীপ ধনকড় ছাড়াও আজ অনুষ্ঠানে ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও অন্যান্যরা । ভাষণে রাষ্ট্রপতি বলেন, "ইন্দিরা গান্ধি, সত্যজিৎ রায়, অমর্ত্য সেনের মত বিশ্বভারতীর প্রাক্তনীরা স্বাধীন ভারতকে বিভিন্ন ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ।" এরপর তিনি প্রথা মেনে পড়ুয়াদের হাতে সপ্তপর্ণী (ছাতিমপাতা) তুলে দেন । তবে এবার সমাবর্তনে কাউকে 'দেশিকোত্তম', 'গগণ অবন' বা 'রথীন্দ্র পুরস্কার' দেওয়া হয়নি।