শান্তিনিকেতন, 21 অক্টোবর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu ) । প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) মেয়াদ শেষ হতেই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হলেন দেশের বর্তমান রাষ্ট্রপতি (Visitor of Visva-Bharati University) ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভিজিটর) হন দেশের রাষ্ট্রপতি, আচার্য হন দেশের প্রধানমন্ত্রী এবং প্রধান পদে আসীন হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল । বিশ্বভারতীর পরিদর্শক হিসাবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়েছে । সেই জায়গাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বভারতীর পরিদর্শক হলেন ৷