তারাপীঠ, 25 অগস্ট: করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে পর পর 2 বছর বন্ধ রাখা হয়েছিল তারাপীঠে কৌশিকী অমাবস্যা । এই বছর কৌশিকী অমাবস্যা হবে কি না, তা নিয়েও প্রথম থেকেই চিন্তায় ছিল তারাপীঠ এলাকার মানুষজন (Kaushiki Amavasya in Tarapith) । তবে সরকার এবং প্রশাসনের নির্দেশে এই বছর কৌশিকী অমাবস্যা হচ্ছে । আজ রাত পেরিয়ে কাল দুপুর থেকে শুরু হবে কৌশিক আমাবস্যা । প্রায় পাঁচ থেকে সাত লক্ষ ভক্তের ভিড় হবে বলে আশাবাদী তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা । আগত লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামাল দিতে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার । ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছ তারাপীঠ চত্বর । আজ থেকেই মোতায়েন বিরাট পুলিশ বাহিনী । মন্দির চত্বরে লাগানো হয়েছে বিশাল আকারের জায়েন্ট স্কিন । তাতেই সারাদিন ধরে পুজো দেখা যাবে ।
কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন । আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকীর রূপ ধারণ করেন । সেই রূপেই দেবী শুম্ভ-নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই তিথিতেই । সেই থেকেই পাপের বিনাশ করার জন্য তারাপীঠ-সহ নানান পীঠস্থানে কৌশিকী রূপে পুজো করা হয় মা কে । কৌশিকী অমাবস্যার অর্থ হল তারা নিশি । এই তিথি তন্ত্র সাধনার এক বিশেষ রাত ।
আরও পড়ুন:ঠিকানা জেল, কৌশিকী অমাবস্যার স্বাগত ব্যানার থেকে সরল অনুব্রতর ছবি