পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaushiki Amavasya in Tarapith রাত পোহালেই কৌশিকী অমাবস্যা, জমজমাট তারাপীঠ - তারাপীঠে কৌশিকী অমাবস্যা

কাল দুপুর থেকে শুরু হবে কৌশিক আমাবস্যা । বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার । ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে তারাপীঠ চত্বর । এলাকায় মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী (Kaushiki Amavasya in Tarapith) ।

Kaushiki Amavasya in Tarapith
কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ

By

Published : Aug 25, 2022, 7:41 PM IST

তারাপীঠ, 25 অগস্ট: করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে পর পর 2 বছর বন্ধ রাখা হয়েছিল তারাপীঠে কৌশিকী অমাবস্যা । এই বছর কৌশিকী অমাবস্যা হবে কি না, তা নিয়েও প্রথম থেকেই চিন্তায় ছিল তারাপীঠ এলাকার মানুষজন (Kaushiki Amavasya in Tarapith) । তবে সরকার এবং প্রশাসনের নির্দেশে এই বছর কৌশিকী অমাবস্যা হচ্ছে । আজ রাত পেরিয়ে কাল দুপুর থেকে শুরু হবে কৌশিক আমাবস্যা । প্রায় পাঁচ থেকে সাত লক্ষ ভক্তের ভিড় হবে বলে আশাবাদী তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা । আগত লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামাল দিতে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার । ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছ তারাপীঠ চত্বর । আজ থেকেই মোতায়েন বিরাট পুলিশ বাহিনী । মন্দির চত্বরে লাগানো হয়েছে বিশাল আকারের জায়েন্ট স্কিন । তাতেই সারাদিন ধরে পুজো দেখা যাবে ।

কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ

কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন । আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকীর রূপ ধারণ করেন । সেই রূপেই দেবী শুম্ভ-নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই তিথিতেই । সেই থেকেই পাপের বিনাশ করার জন্য তারাপীঠ-সহ নানান পীঠস্থানে কৌশিকী রূপে পুজো করা হয় মা কে । কৌশিকী অমাবস্যার অর্থ হল তারা নিশি । এই তিথি তন্ত্র সাধনার এক বিশেষ রাত ।

আরও পড়ুন:ঠিকানা জেল, কৌশিকী অমাবস্যার স্বাগত ব্যানার থেকে সরল অনুব্রতর ছবি

তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামা ক্ষ্যাপা তারাপীঠের মহাশ্মশানের শিমূল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন । মনে করা হয়, বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে সকল মনের ইচ্ছে পূরণ হয় । তাই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার পুণ্যার্থী আসেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য ।"

অমাবস্যা শুরু হলেই তারাপীঠের শ্মশান এক অন্য রূপ নেয় । তন্ত্র শাস্ত্রের ব্যাখা অনুযায়ী, এই তিথিতে মা তারার পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে শত জন্মের পুন্যলাভ হয় । আর এই কারণেই তারাপীঠে এই তিথিতে আয়োজন করা হয় এক বিশেষ পুজোর ।

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "2 বছর বন্ধ ছিল । তাই এই বছর ভিড় উপচে পড়বে । যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন ও মন্দির কমিটি যৌথভাবে কাজ করছে ।" ব্যাবসায়ী রনি হাজরা, দুলাল মণ্ডল জানান, 2 বছর করোনার জন্য খুব কষ্টে কাটিয়েছি । আশা করি এবার ভালো উপার্জন হবে ।"

ABOUT THE AUTHOR

...view details