পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Poush Mela 2021 : ঠাকুর পরিবারের সদস্যের হাতে বিকল্প পৌষমেলার সূচনা, উপস্থিত বিশ্বভারতীর দুই প্রাক্তন উপাচার্য - ডাকবাংলো মাঠ

বৃহস্পতিবার বোলপুরের ডাকবাংলো মাঠে শুরু হয় বিকল্প পৌষমেলা (Poush Mela 2021) ৷ মেলার সূচনা করেন ঠাকুর পরিবারের প্রবীণ সদস্য সুপ্রিয় ঠাকুর ৷ উপস্থিত ছিলেন বিশ্বভারতীর দুই প্রাক্তন উপাচার্য স্বপন দত্ত ও সবুজকলি সেন ৷

poush mela resumes at dak bunglow ground in bolpur
Poush Mela 2021 : ঠাকুর পরিবারের সদস্যের হাতে বিকল্প পৌষমেলার সূচনা, উপস্থিত বিশ্বভারতীর দুই প্রাক্তন উপাচার্য

By

Published : Dec 23, 2021, 8:00 PM IST

বোলপুর, 23 ডিসেম্বর :পরিকল্পনা মাফিক বোলপুরের ডাকবাংলো মাঠে শুরু হল বিকল্প পৌষমেলা (Poush Mela 2021) ৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করেন ঠাকুর পরিবারের প্রবীণ সদস্য সুপ্রিয় ঠাকুর ৷ সঙ্গে ছিলেন বিশ্বভারতীর দুই প্রাক্তন উপাচার্য স্বপন দত্ত ও সবুজকলি সেন ৷ করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে পর্যন্ত প্রতি বছর বিশ্বভারতীর মাঠেই পৌষমেলার আয়োজন করা হত ৷ কোভিডের জেরে লকডাউন কার্যকর থাকায় গত বছর পৌষমেলা করা যায়নি ৷ তবে, এবার অতিমারির প্রভাব কমায় তা নির্দিষ্ট জায়গাতেই হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু, বিশ্বভারতী ও রাজ্য সরকারের দড়ি টানাটানির জেরে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি ৷ বদলে ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হয় ৷

আরও পড়ুন :Visva Bharati VC on Poush Mela : স্বাস্থ্য দফতরের সাড়া না পেয়ে পৌষমেলা করিনি, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর এই প্রসঙ্গে জানান, ঐতিহ্যে ছেদ পড়ায় তিনি দুঃখিত ৷ এতদিন যে মাঠে পৌষমেলার আসর বসত, তা এবার খালি থাকায় তিনি অত্যন্ত দুঃখিত ৷ তবে বাকিরা যে বিকল্প মেলার আয়োজন করেছেন, তাতে তিনি আনন্দিত ৷ এমন উদ্যোগে সামিল হতে পেরে তিনি খুবই খুশি বলে জানিয়েছেন সুপ্রিয় ৷

বৃহস্পতিবার এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন বিশ্বভারতীর (Visva Bharati University) বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty on Poush Mela) ৷ তাঁর দাবি, পৌষমেলার আয়োজন করার আগে রাজ্য স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠানো হয়েছিল ৷ কিন্তু, সেই চিঠির কোনও জবাব আসেনি ৷ সেই কারণেই, শান্তিনিকেতনের পূর্ব পল্লির মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করা যায়নি ৷

উপাচার্যের এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ তিনি জানান, এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ একাধিকবার বিশ্বভারতীকে চিঠি দিয়েছে ৷ কিন্তু, তাদের তরফে কোনও সাড়া মেলেনি ৷ রাজ্য সরকার মেলা করাতে বধ্যপরিকর ছিল ৷ কারণ, এই মেলার সঙ্গে শুধুমাত্র আবেগ বা ঐতিহ্য নয়, জড়িয়ে রয়েছে বহু মানুষের রুজিরুটি ৷ কিন্তু, বিশ্বভারতীর অসহযোগিতায় শেষমেশ নির্দিষ্ট জায়গায় মেলার আয়োজন করা সম্ভব হয়নি ৷ ফলে বিকল্প মেলার কথা ভাবতে হয় ৷

ঠাকুর পরিবারের সদস্যের হাতে বিকল্প পৌষমেলার সূচনা, উপস্থিত বিশ্বভারতীর দুই প্রাক্তন উপাচার্য

আরও পড়ুন :Poush Mela : বিশ্বভারতীর উপাচার্যকে পৌষমেলায় আমন্ত্রণ উদ্যোক্তাদের

ডাকবাংলো মাঠে মেলার মূল উদ্যোক্তা হল বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ সহযোগিতায় রয়েছে বোলপুর পৌরসভা ও ব্যবসায়ী সমিতি ৷ রাজ্য সরকারের তরফেও এই আয়েজনে পূর্ণ সহযোগিতা করা হয়েছে ৷ এদিন মেলাপ্রাঙ্গনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ মুখে মাস্ক এঁটেই মেলায় আসেন ক্রেতা, বিক্রেতারা ৷ জমে ওঠে বিকিকিনি ৷

ABOUT THE AUTHOR

...view details