শান্তিনিকেতন, 23 ডিসেম্বর : রাজ্য স্বাস্থ্য দফতরকে একাধিকবার চিঠি দিয়েও সাড়া মেলেনি ৷ তাই এ বছর পৌষমেলা (poush mela 2021) করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । পৌষ উৎসবে ছাতিমতলা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati University VC Bidyut Chakrabarty)। এ বছরও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা (Visva Bharati VC on Poush Mela)। তবে প্রথা মেনে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়েছে পৌষ উৎসব ।
2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । এ বার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সকলেই মনে করেছিলেন ছোট করে হলেও পৌষমেলা হবে ৷ পৌষমেলা করার দাবিতে বোলপুর পৌরসভা-সহ ব্যবসায়ী সমিতি, শান্তিনিকেতন ট্রাস্ট সকলেই চিঠি দিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ কিন্তু কোনও উত্তর মেলেনি বিশ্বভারতীর তরফ থেকে ।
আরও পড়ুন:Poush Mela 2021 Cancel : এবারেও বাতিল পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ
এ দিন পৌষমেলা না করার কারণ বলতে গিয়ে রাজ্য সরকারের ঘাড়েই দোষ চাপালেন উপাচার্য । পৌষ উৎসবে (poush utsav 2021) ছাতিমতলার মঞ্চ থেকে তিনি বলেন, "পৌষমেলা না হওয়ায় সবার মন খারাপ, আমারও মন খারাপ । আজ যখন ফাঁকা মাঠের পাশ দিয়ে আসছিলাম, মনটা খারাপ হয়ে গেল ৷ কিন্তু, বিশ্বাস করুন আমরা অক্টোবর মাসে রাজ্যের স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানতে চেয়েছি কী করা উচিত । কিন্তু তিন বার চিঠি দিয়েও কোনও উত্তর পাইনি ৷ তাই পৌষমেলা করা সম্ভব হয়নি ৷"
স্বাস্থ্য দফতরের সাড়া না পেয়ে পৌষমেলা করিনি, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য আরও পড়ুন :প্রায় 74 বছর পর ফের বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা, বিষণ্ণতা শান্তিনিকেতনজুড়ে
তবে সকাল থেকে শুরু হয়েছে পৌষ উৎসব ৷ অংশ নিয়েছেন উপাচার্য-সহ পড়ুয়া, আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিকেরা । তিন দিন ধরে চলবে এই পৌষ উৎসব, বই প্রকাশ ও নানা অনুষ্ঠান । তবে পৌষমেলা না হওয়ায় মন খারাপ পড়ুয়াদের ৷ তারা বলছেন, "এ বার হয় তো পৌষমেলা হবে ভেবেছিলাম । না হওয়ার খুবই মন খারাপ ৷ এই মেলাই আমাদের আনন্দের জায়গা ।"
আরও পড়ুন :কোরোনা প্রকোপে বন্ধ পৌষমেলা , জানেন কী ক্ষতির পরিমাণ কত