পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামপুরহাটে শুভেন্দুর সভার দিনই বিজেপির দুই নেতার বিরুদ্ধে পোস্টার বিক্ষুব্ধদের - রাজ্য় সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়

BJPs Factionalism in Rampurhat: আজ, সোমবার বীরভূমের রামপুরহাটে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সভার দিনই বীরভূমে বিজেপির সভাপতি ধ্রুব সাহা ও অন্যতম রাজ্য় সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে রামপুরহাটে ৷ সেই নিয়ে অস্বস্তিতে জেলা বিজেপি ৷

BJPs Factionalism in Rampurhat
BJPs Factionalism in Rampurhat

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 5:20 PM IST

রামপুরহাট, 27 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার দিনই বীরভূম বিজেপিতে বিতর্ক ৷ ওই জেলায় বিজেপির সভাপতি ধ্রুব সাহা ও দলের রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে ৷ সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় মদতদাতা আর জেলা সভাপতি ধ্রুব সাহা তোলাবাজ ও চোর বলে উল্লেখ করা হয়েছে ।

বীরভূমের রামপুরহাট শহরে এমন পোস্টার দেওয়া হয়েছে ৷ এমনকি শুভেন্দুর সভা সংক্রান্ত পোস্টারে জেলা সভাপতির ছবিতেও চোর লিখে দেওয়া হয়েছে কালো কালিতে । সাত সকালে এমনই পোস্টার দেখতে পেয়ে তড়িঘড়ি খুলে ফেলেন বিজেপি কর্মীরা । তবে এই নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব ৷

বিজেপির দুই নেতার বিরুদ্ধে পোস্টার বিক্ষুব্ধদের

প্রসঙ্গত, বীরভূম জেলায় বিজেপির সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে আগেই বিক্ষোভের সুর শোনা গিয়েছিল ৷ বিক্ষুব্ধ গোষ্ঠীকে বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা মদত দিয়ে আসছেন অভিযোগ উঠেছে । অনুপম নিজেও প্রকাশ্যে এবং সোশাল মিডিয়ার মাধ্যমে ধ্রুব সাহা এবং রাজ্যস্তরের একাধিক নেতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ৷

বিজেপির দুই নেতার বিরুদ্ধে পোস্টার বিক্ষুব্ধদের

ইতিমধ্যে বিক্ষুব্ধ বিজেপি নেতারা একাধিকবার বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার অপসারণ চেয়ে আন্দোলন করেছেন । ধ্রুব সাহার কুশপুতুল দাহ করেছেন । তাতেও কাজ না হওয়ায় এবার ‘বিজেপি বাঁচাও মঞ্চ’ নাম দিয়ে শুভেন্দুর সভার আগে ধ্রুব সাহা ও রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে ।

বিজেপির দুই নেতার বিরুদ্ধে পোস্টার বিক্ষুব্ধদের

সেই পোস্টারে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়ে চোর ও দুর্নীতি মুক্ত বিজেপি গড়ার আহ্বান জানানো হয়েছে । ধ্রুব সাহার ছবি দিয়ে লেখা হয়েছে, ‘তোলাবাজ, চিটফান্ডের নায়ক, পৌরসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে বিজেপি প্রার্থীদের হারানোর মূল কাণ্ডারি’ ৷ তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের দাবি করা হয়েছে । সেই সঙ্গে ধ্রুব সাহার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷

বিজেপির দুই নেতার বিরুদ্ধে পোস্টার বিক্ষুব্ধদের

তার নিচে জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে বিজেপির দুর্নীতি ও সেটিংবাজদের মদতদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে । যদিও শুভেন্দু অধিকারীর সভায় ব্যস্ত থাকায় এই নিয়ে জেলা বিজেপির কেউ কোনও মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন:

  1. অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে
  2. অনুপম হাজরার সভামঞ্চ ভাঙচুর, বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
  3. 'বলো হরি' স্লোগানে কয়লা-গরু রেখে তৃণমূলের শ্রাদ্ধ অনুপমের!

ABOUT THE AUTHOR

...view details