অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচারে অনুপমের বিরুদ্ধে তদন্তের দাবিতে পোস্টার বোলপুরে বোলপুর, 10 নভেম্বর: অনুব্রতর সঙ্গে ছবি দিয়ে গরুপাচার মামলায় অনুপম হাজরার বিরুদ্ধেও তদন্তের দাবিতে বোলপুরে পোস্টার পড়ল । শুক্রবার সকালে এই বিষয়টি নজরে আসে ৷ পোস্টারের নিচে লেখা, 'আদি বিজেপি কর্মীবৃন্দ' । এমনকি, বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কারের দাবিও করা হয়েছে ওই পোস্টারে ।
যদিও এই বিষয়ে অনুপম হাজরা বলেন, "আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি । আর তাতেই অনেকের গাত্রদাহ হয়েছে । তাই আমার ভাবমূর্তি নষ্ট করতে পোস্টার দিয়েছে । বিজেপির বহু জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে । তারাই রাতের অন্ধকারে পোস্টার দিয়েছে ।"
কয়েকদিন ধরেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে, এমনকি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও সরব হয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । খয়রাশোলে অনুপমের বিজয়া সম্মিলনীর মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে । সেই নিয়েও বিজেপির একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনুপম ৷
ফলে বীরভূমে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে ৷ এই গোষ্ঠী কোন্দলের আবহেই অনুপমের বিরুদ্ধে বোলপুরে পোস্টার পড়ল ৷ বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে একটি ছবি সহ 'গরুপাচার মামলায় অনুপম হাজরার বিরুদ্ধেও তদন্ত শুরু হোক' লিখে পোস্টার দেওয়া হয় । এছাড়া, পোস্টারে আরও লেখা হয়, 'সেটিংবাজ অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করা হোক’ । পোস্টারের নিচে লেখা 'আদি বিজেপি কর্মীবৃন্দ’ ।
উল্লেখ্য, গরুপাচার মামলায় এক বছরেরও বেশি সময় আগে গ্রেফতার হয়েছেন অনুব্রত ৷ এখন তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি ৷ তাঁর বিরুদ্ধে মাঝেমধ্যেই সরব হতে দেখা যায় বিজেপিকে ৷ ফলে অনুপমের বিরুদ্ধে একই ইস্যুতে বিজেপির একাংশ সরব হওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে ৷ এই নিয়ে অবশ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব মুখ খুলতে চাননি ।
আরও পড়ুন:
- অনুপম হাজরার সভামঞ্চ ভাঙচুর, বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
- 'প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক, উনি ভণ্ড বিজেপি সাজেন', বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম