নানুর, 16 জুলাই:অন্যান্য জেলায় ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) হলেও বীরভূমে (Birbhum) কিছু হয়নি ৷ নানুরে একটি অনুষ্ঠানে গিয়ে এ কথা বললেন বর্ধমান রেঞ্জের আইজিপি ভরতলাল মিনা (Bharat Lal Meena)। অর্থাৎ তিনি একপ্রকার মেনে নিলেন যে, রাজ্যে অন্যত্র হিংসার ঘটনা ঘটেছে ৷ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়েই এ কথা বলেন বর্ধমান রেঞ্জের আইজিপি । অনুব্রতর হাটসেরান্দি গ্রামে 'আপনার থানা আপনার পাড়ায়' অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা পুলিশ ।
কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী হিংসার জন্য সিবিআই তদন্ত দাবি করেছে মানবাধিকার কমিশন । রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বীরভূমের নানুরেও গিয়েছিলেন কমিশনের কর্তাব্যক্তিরা । সেই নানুরেরই হাটসেরান্দি গ্রামে পুলিশ প্রশাসনের তরফে 'আপনার থানা আপনার পাড়ায়' অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অন্যান্য জায়গায় ভোট পরবর্তী হিংসার কথা কার্যত স্বীকার করে নেন রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজিপি ভরতলাল মিনা ।
আরও পড়ুন:গেরুয়া গড়ে ঘাসফুল, বামনগোলা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে
তিনি বলেন, "আমি একটা কথা বলতে পারি, রাজ্যের অন্যান্য জেলায় হিংসা হলেও বীরভূম অনেক ভাল ছিল । আগে নানুর-লাভপুর বলতেই বোমা, গুলি, মারামারি এ সব ধারণা ছিল । এখন সেই নানুর অনেক বদলে গিয়েছে । পুলিশ খুব ভালো কাজ করছে এখানে । অনেক সহযোগিতা পেয়েছি অনুব্রত মণ্ডল ও অভিজিৎ সিংহের কাছ থেকে ।"