পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence: বিজেপি কর্মী খুনের তদন্তে মল্লারপুরে অভিযুক্তদের বাড়িতে সিবিআই হানা, আটক 1

মল্লারপুরে বিজেপির বুথকর্মী জাকির হোসেনকে খুনে ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভোরবেলা হানা দিলেন সিবিআই আধিকারিকরা ৷ মল্লারপুরের কোর্ট গ্রামে অভিযুক্ত 13 জনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে অভিযান চালায় তদন্তকারীরা ৷ তবে, অভিযুক্তরা সকলেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে ৷

post-poll-violence-cbi-reach-to-mallarpur-for-bjp-worker-murder-case-investigation-in-birbhum
ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের তদন্তে মল্লারপুরে সিবিআই হানা, আটক 1

By

Published : Sep 20, 2021, 1:03 PM IST

মল্লারপুর (বীরভূম), 20 সেপ্টেম্বর : বীরভূমের মল্লারপুরের কোর্ট গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালাল সিবিআই ৷ জাকির হোসেন নামে এক বিজেপি কর্মীর খুনের তদন্তে ওই গ্রামে যান সিবিআই আধিকারিকরা ৷ জাকির হোসেনের খুনে অভিযুক্ত 13 জনের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গত 8 মে বাজার থেকে ফেরার সময় তৃণমূলের লোকজন বিজেপির ওই বুথকর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে ৷ যে ঘটনার পর 16 মে তাঁর মৃত্যু হয় ৷ সেই ঘটনার তদন্ত করতেই আজ ভোরে মল্লারপুরের কোর্ট গ্রামে অভিযান চালায় সিবিআই ৷

গত 8 মে বাজার থেকে বাড়ি ফিরছিলেন বিজেপির বুথকর্মী জাকির হোসেন ৷ অভিযোগ, সেই সময় গ্রামের হাততলা এলাকার কাছে রাস্তার উপর তৃণমূলের লোকজন বেধড়ক মারধর শুরু করে তাঁকে ৷ সেই ঘটনায় গুরুতর জখম অবস্থায় জাকির হোসেনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় ৷ পরবর্তী সময়ে কলকাতায় নিয়ে আসার সময় গত 16 মে তাঁর মৃত্যু হয় ৷ ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এবার সিবিআই জাকির হোসেনের মৃত্যুর তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : North Bengal OSD : সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক

সেই তদন্তের স্বার্থে আজ ভোর 4টের সময় মল্লারপুরের কোর্ট গ্রামে পৌঁছায় সিবিআই ৷ তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল ৷ অন্যদিকে, সিবিআই গ্রামে ঢুকেছে খবর পেয়ে 13 জন অভিযুক্তের মধ্যে একজন ফজিয়া কাজি বাড়ি থেকে পালিয়ে যায় ৷ এর পর সিবিআই তার ছেলে এবং স্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ৷ জিজ্ঞাসাবাদের পর ফজিয়া কাজির ছেলে আলমগীর কাজিকে আটক করে নিয়ে যায় সিবিআই ৷

আরও পড়ুন : Babul Supriya : প্রথম একাদশে খেলতে চেয়েই দলবদল বাবুলের

অন্যদিকে, বাকি অভিযুক্তদের বাড়িতে গিয়েও তল্লাশি চালান সিবিআই’র আধিকারিকরা ৷ প্রত্যেক সিবিআই দলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল ৷ সূত্রের খবর, সিবিআই গ্রামে ঢোকার খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় ৷ তবে, বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢোকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ৷

ABOUT THE AUTHOR

...view details