মল্লারপুর (বীরভূম), 20 সেপ্টেম্বর : বীরভূমের মল্লারপুরের কোর্ট গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালাল সিবিআই ৷ জাকির হোসেন নামে এক বিজেপি কর্মীর খুনের তদন্তে ওই গ্রামে যান সিবিআই আধিকারিকরা ৷ জাকির হোসেনের খুনে অভিযুক্ত 13 জনের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গত 8 মে বাজার থেকে ফেরার সময় তৃণমূলের লোকজন বিজেপির ওই বুথকর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে ৷ যে ঘটনার পর 16 মে তাঁর মৃত্যু হয় ৷ সেই ঘটনার তদন্ত করতেই আজ ভোরে মল্লারপুরের কোর্ট গ্রামে অভিযান চালায় সিবিআই ৷
গত 8 মে বাজার থেকে বাড়ি ফিরছিলেন বিজেপির বুথকর্মী জাকির হোসেন ৷ অভিযোগ, সেই সময় গ্রামের হাততলা এলাকার কাছে রাস্তার উপর তৃণমূলের লোকজন বেধড়ক মারধর শুরু করে তাঁকে ৷ সেই ঘটনায় গুরুতর জখম অবস্থায় জাকির হোসেনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয় ৷ পরবর্তী সময়ে কলকাতায় নিয়ে আসার সময় গত 16 মে তাঁর মৃত্যু হয় ৷ ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এবার সিবিআই জাকির হোসেনের মৃত্যুর তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন : North Bengal OSD : সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক