বোলপুর, 19 জানুয়ারি: 'কেষ্টহীন' (Anubrata Mondal) বীরভূমে দু'দিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । 30 ও 31 জানুয়ারি বীরভূমে (Birbhum) বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর । তার জন্য বৃহস্পতিবার প্রশাসনিক সভার মাঠ থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি প্রাথমিকভাবে ঘুরে দেখলেন রাজ্য পুলিশের ডিআইজি ও এসপি (CM Meeting Preparation) ।
গরুপাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গ্রেফতারের আগে একাধিকবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ তখন অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন অনুব্রত ৷ জানা গিয়েছে, সেই সময় থেকে প্রায় 4 বার বীরভূম সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয় হলেন 'কেষ্ট' । তাই জেল হেফাজতে থেকেও দল ও প্রশাসনের সব পদেই বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল ।
উল্লেখ্য, শেষ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বোলপুরে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে র্যালি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচন আসন্ন । ইতিমধ্যেই 'দিদির দূত' হিসাবে গ্রামে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দলের বিধায়ক-সাংসদদের । তাই বলা যায়, পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন চাঙ্গা করতেই 'কেষ্টহীন' বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।