পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন : টিকিয়াপাড়ার পর সিউড়ি, ফের আক্রান্ত পুলিশ - COVID 19 katest news

গতরাতে সিউড়ির ট্রাফিক OC সুমন প্রামাণিকের নেতৃত্বে বাইকে করে পুলিশ টহল দিচ্ছিল বিভিন্ন এলাকায় । সেই সময় সিউড়ির হুসনাবাদ এলাকায় পুলিশের বাইক লক্ষ্য করে ইট ছুড়তে থাকে এলাকার বাসিন্দাদের একাংশ ৷

Lockdown
ছবি

By

Published : May 3, 2020, 3:27 PM IST

সিউড়ি, 3 মে : হাওড়ার পর এবার আক্রান্ত বীরভূম পুলিশ । লকডাউনে কার্যকর করতে টহল দেওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ল এলাকার বাসিন্দারা ৷ গতরাতে সিউড়ির হুসনাবাদ এলাকায় পুলিশ টহল দেওয়ার সময়ে ঘটনাটি ঘটেছে । জখম হয়েছেন 2 পুলিশকর্মী । পুলিশের একটি বাইক ভাঙচুর করা হয় । ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ ।

গতরাতে সিউড়ির ট্রাফিক OC সুমন প্রামাণিকের নেতৃত্বে বাইকে করে পুলিশ টহল দিচ্ছিল বিভিন্ন এলাকায় । সেই সময় সিউড়ির হুসনাবাদ এলাকায় পুলিশের বাইক লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে এলাকার বাসিন্দাদের একাংশ ৷ পুলিশের একটি বাইক ভাঙচুর করা হয়েছে ৷ আক্রান্ত দুই পুলিশকর্মী ৷

ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । স্থানীয়দের থেকে জানা গেছে, লকডাউন উপেক্ষা করে অনেকে বাইরে ঘোরাঘুরি করছিল৷ সেই সময় পুলিশ তাদের লাঠি নিয়ে তাড়া করে৷ এরপরেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে বাসিন্দারা ৷

প্রসঙ্গত কিছুদিন আগেই লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে টিকিয়াপাড়ায় টহল দিচ্ছিল পুলিশ । সেখানে তাদের উপর হামলা চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছিল লকডাউন ভাঙা একাংশ মানুষ। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন চার পুলিশকর্মী ।

ABOUT THE AUTHOR

...view details