পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে বাড়তি পুলিশি নজরদারি বীরভূমে - Police are getting strict during the phase three lockdown

বীরভূমের শান্তিনিকেতন, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, নলাহাটি, দুবরাজপুর প্রভৃতি এলাকায় রাস্তায় এদিন চলছে কড়া পুলিশি নজরদারি ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : May 5, 2020, 12:17 AM IST

বোলপুর, 4 মে : তৃতীয় দফার লকডাউনে কড়া নজরদারি বীরভূম পুলিশের । বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মানুষকে দাঁড় করিয়ে চলছে জিজ্ঞাসাবাদ । অযথা বাড়ি থেকে বের হলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ । অন্যদিকে, শান্তিনিকেতনে হেলমেট ছাড়া বাইক নিয়ে পুলিশের টহলদারি ছবি ধরা পড়ল ।

ফের বর্ধিত হয়েছে লকডাউনের সময়সীমা । 17 মে পর্যন্ত চলবে এই লকডাউন । তৃতীয় দফার লকডাউনে বাড়ল পুলিশি নজরদারি । কয়েকদিন ধরে বীরভূমে পুলিশি নজরদারি ফিকে হয়ে এসেছিল । মানুষজন অবাধে রাস্তাঘাট, বাজারে বের হচ্ছিলেন । এবার ফের কড়া নজরদারি শুরু করল পুলিশ । এদিন রাস্তার মোড়গুলিতে চলছে পুলিশি চেকিং । বাইক, গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । কী কারণে বাড়ি থেকে বেরিয়েছেন? জানতে চাওয়া হচ্ছে । অযথা বাড়ি থেকে বের হলে বাইক আটক করে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ ।

পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বীরভূমে

বীরভূমের শান্তিনিকেতন, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, নলাহাটি, দুবরাজপুর প্রভৃতি এলাকায় রাস্তায় এদিন চলছে কড়া পুলিশি নজরদারি । অন্যদিকে, শান্তিনিকেতনের রাস্তায় নিয়ম ভঙ্গ করে হেলমেট ছাড়া বাইক নিয়ে পুলিশকর্মীদের টহল দিতে দেখা গেল । যা নিয়ে বিতর্কের মুখে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details