সিউড়ি, 10 নভেম্বর : ব্যবসায়ীর কাছে তোলা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের । সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকার ঘটনা । বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ ।
সিউড়িতে ব্যবসায়ীর কাছে তোলা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে - businessman blocked road at Siuri
ব্যবসায়ীর অভিযোগ, তিনি বৈধ ব্যাবসা করলেও পুলিশ তা বন্ধ করতে চাইছে । টাকা না দিলে পুলিশ ব্যাবসা বন্ধ করার হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন ।
সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় জাভেদ আনসারি নামে এক ব্যবসায়ী পুরানো বাইক বিক্রি করেন । অভিযোগ, সিউড়ি থানার পুলিশ তাঁর কাছ থেকে এক লাখ টাকা তোলা চায় । টাকা না দিলে ব্যবসা করা যাবে না বলেও জানায় পুলিশ । টাকা দিতে না চাইলে দোকান বন্ধ করে দিয়ে পুলিশ বাইক আটক করে নিয়ে যায় বলে অভিযোগ । অন্যান্য গাড়ির চাবিও নিয়ে নেয় পুলিশ । প্রতিবাদে ওই ব্যবসায়ী ও অন্যরা সিউড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । খবর পেয়ে সিউড়ি থানার IC চন্দ্রশেখর দাসের নেতৃত্বে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে । কয়েকজনকে আটক করেছে পুলিশ ।
ব্যবসায়ী জাভেদ আনসারি বলেন, "আমার ব্যবসার সমস্ত কাগজপত্র সব আছে ৷ তাও পুলিশ এসে ব্যবসা করতে দিচ্ছে না । এক লাখ টাকা চাইছে । টাকা না দিলে ব্যবসা করা যাবে না বলছে ।" যদিও, এই প্রসঙ্গে পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "ওই ব্যবসায়ীর কাগজপত্র নেই । তাই ব্যবসা বন্ধ করতে বলা হয়েছে । কেউ আইনের ঊধর্বে নয় ।"