পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati VC Controversy: 'ইংরেজদের পদলেহন করতে দুর্গাপুজো', বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে রিপোর্ট তলব পিএমও'র - বিদ্যুৎ চক্রবর্তী

দুর্গাপুজো নিয়ে বিশ্বভারতীর উপাচার্য়ের মন্তব্যের রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর ৷ ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মন্তব্য করেছিলেন, দুর্গাপুজো ইংরেজদের পদলেহন করার জন্য শুরু হয়েছিল ৷ দুর্গা মঞ্চে অনেক ধরনের পানীয় পান করার সুযোগ ছিল ৷ তা ঘিরেই বিতর্কের সৃষ্টি হয় ৷

Etv Bharat
বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে রিপোর্ট তলব প্রধানমন্ত্রী দফতরের

By

Published : Apr 11, 2023, 8:32 AM IST

বোলপুর, 11 এপ্রিল: দুর্গাপুজো প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দফতর । ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেছিলেন, "দুর্গাপুজো ইংরেজদের পদলেহন করার জন্য শুরু হয়েছিল ৷ দুর্গা মঞ্চে অনেক ধরনের পানীয় পান করার সুযোগ ছিল ।" নিরাকার ব্রহ্ম মন্দিরে বসে উপাচার্যের এই মন্তব্যের বিরুদ্ধে আচার্য তথা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের উপাসনা গৃহের প্রতিষ্ঠাতা । যদিও, উপাসনা গৃহের সম্পূর্ণ নির্মাণ তিনি দেখে যেতে পারেননি । নিরাকার ব্রহ্মের উপাসনা ও সর্বধর্মকে সম্মান, আলোচনার জন্য দ্বার খোলা ছিল ৷ এই উপাসনা গৃহ মহর্ষির তৈরি শান্তিনিকেতন ট্রাস্টের অন্তর্গত। প্রতি বুধবার সকালে এখানে উপাসনার রেওয়াজ রয়েছে ৷ এছাড়া, বিশেষ উপাসনাও হয় ।

গত 22 ফেব্রুয়ারি এই উপাসনা মন্দিরে বসে কেন বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্তোৎসব বন্ধ করেছে তার ব্যাখ্যা দেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "আপনারা জানেন আজ দুর্গাপুজো বিশ্বের একটা অন্যতম পুজো হিসাবে স্বীকৃত হয়েছে । কিন্তু, দুর্গাপুজোর ইতিহাস যদি দেখেন, এই দুর্গাপুজো শুরু হয়েছিল বৃটিশদের পদলেহন করার জন্য ৷ তৎকালীন রাজাদের মধ্যে প্রতিযোগিতা হত কে ইংরেজ সাহেবদের দুর্গাপুজোর মঞ্চে নিয়ে আসবেন । সেই দুর্গা মঞ্চে অনেক ধরনের অনুষ্ঠান হত ও অনেক ধরনের পানীয় পান করারও সুযোগ থাকত । পরবর্তীতে দুর্গাপুজো একটা ধর্মীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে যায় । কিন্তু, শুরু হয়েছিল ইংরেজদের পদলেহন করার জন্য ।"

আরও পড়ুন:বিশ্বকবির শিক্ষা ভাবনার সঙ্গে মিল রয়েছে কেন্দ্রীয় শিক্ষানীতির, মত রাষ্ট্রপতির

দুর্গা পুজো প্রসঙ্গে নিরাকার ব্রহ্ম মন্দির তথা সর্ব ধর্মকে সম্মানের পীঠস্থান ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে উপাচার্যের এই মন্তব্যের প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট । 10 মার্চ ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে অভিযোগ করেন ও প্রতিকার চান ৷ পাশাপাশি শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, উপাসনা মন্দিরে বসে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনীদের বারংবার অপমান করছেন ৷ উপাসনা গৃহের প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তি আক্রমণ ও দুর্গাপুজো ঐতিহ্য নিয়ে মন্তব্য ঠিক নয় । সংবেদনশীল ঘটনাও ।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগ পেয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর কাছে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রী দফতর । অর্থাৎ, উপাচার্যের মন্তব্যের প্রেক্ষিতে জবাবদিহি চাইলেন আচার্য প্রধানমন্ত্রী । যদিও, এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details