শান্তিনিকেতন, 13 ফেব্রুয়ারি : 19 ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান । আর সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এছাড়া সশরীরে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিখাঞ্জ ও রাজ্যপাল জগদীপ ধনকড় । এখনও পর্যন্ত এটাই ঠিক হয়ে রয়েছে ।
কোরোনা আবহের জন্য 11 মাসের বেশি সময় সশরীরে পঠন-পাঠন বন্ধ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে । তবে অনলাইনে চলছে ক্লাস । তাই পড়ুয়াদের শংসাপত্র ও ঐতিহ্য মেনে ছাতিমপাতা দেওয়ার জন্য 19 ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।