বোলপুর, 24 সেপ্টেম্বর: গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃত শ্লোকের ব্যবহার তুলে ধরে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পদাধিকার বলে প্রধানমন্ত্রী মোদি বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের আচার্য । রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 2018 সালে তাঁর শান্তিনিকেতন সফরের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী । একইসঙ্গে কর্ণাটকের হোয়সালা স্থাপত্য মন্দির 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পাওয়ায় এদিন আনন্দ প্রকাশ করে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
10 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে বসেছিল ইউনেসকোর বিশেষ বৈঠক। সেই বৈঠক থেকেই গত 17 সেপ্টেম্বর বিশ্ব ঐতিহ্য বা 'ওয়ার্ল্ড হেরিটেজ' হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নাম ঘোষণা করা হয় ৷ এই ঘোষণার পরেই বাংলায় টুইট করে কবিগুরুকে স্মরণ করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিষয়টিকে দেশের গর্ব বলে উল্লেখ করেছিলেন তিনি ৷ এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে আরও একবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনকে শুভেচ্ছা জানান তিনি ৷ শান্তিনিকেতন আশ্রমের পর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় বিশ্বভারতী, যার 'আচার্য' পদে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী ।