পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌষমেলায় বিনামূল্যে ডোকরা-পটশিল্পীদের 84 টি প্লট; বুকিং অনলাইনে - ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে পৌষমেলা

24 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পৌষমেলা । এবার ডোকরা শিল্পীদের জন্য 62 টি ও পটচিত্র শিল্পীদের জন্য 22 টি মোট 84 টি প্লট বিনামূল্যে দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

plots in poush mela
ছবি

By

Published : Dec 3, 2019, 4:42 PM IST

Updated : Dec 3, 2019, 7:12 PM IST

শান্তিনিকেতন, 3 ডিসেম্বর : পৌষমেলায় পটশিল্পী ও ডোকরা শিল্পীদের জন্য 84 টি প্লট বিনামূল্যে দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ । 4 ডিসেম্বর সকাল 10টা থেকে poushmela.in এই সাইটের মাধ্যমে প্লট বুক করা যাবে । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ।

এবার 24 ডিসেম্বর থেকে শুরু হবে পৌষমেলা । চলবে 4 দিন । আজ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ও অ্যাকাউন্ট অফিসার সঞ্জয় ঘোষ। জানানো হয়, 4 ডিসেম্বর সকাল 10 টা থেকে poushmela.in সাইটের মাধ্যমে অনলাইনে পৌষমেলার প্লট বুক করা যাবে । এবার ডোকরা শিল্পীদের জন্য 62 টি ও পটচিত্র শিল্পীদের জন্য 22 টি, মোট 84 টি প্লট বিনামূল্যে দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ । মেলায় মোট 1542 টি স্টল থাকছে এবার । 5 টাকা থেকে 120 টাকা পর্যন্ত স্কয়্যার ফিটের প্লট বুকিং করা যাবে । পাশাপাশি বিশ্বভারতী পড়ুয়াদের জন্য 19 টি প্লট সংরক্ষণ করা হয়েছে ।

ভিডিয়োয় শুনুন জনসংযোগ আধিকারিকের বক্তব্য

তবে এবার প্লট বুকিংয়ের সময় নিরাপত্তা খাতে টাকা জমা নেওয়া হবে, তবে তা প্লটের আয়তন অনুযায়ী । 4 দিন পর মেলা প্রাঙ্গণ খালি না করলে সেই টাকা ফেরত দেওয়া হবে না । এক ব্যক্তি ভিন্ন নামে একাধিক প্লট বুকিং করে যাতে দুর্নীতি না করতে পারে তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে । সেই কমিটিই নজরদারি চালাবে ।

প্রসঙ্গত, পৌষমেলার দূষণ রুখতে ব্যর্থ বিশ্বভারতী কর্তৃপক্ষ । এনিয়ে পরিবেশ আদালতে মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত । 11 ডিসেম্বর পরিবেশ আদালতে এই মামলার শুনানি রয়েছে । সেদিকেই তাকিয়ে সব মহল ।

Last Updated : Dec 3, 2019, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details