শান্তিনিকেতন, 3 ডিসেম্বর : পৌষমেলায় পটশিল্পী ও ডোকরা শিল্পীদের জন্য 84 টি প্লট বিনামূল্যে দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ । 4 ডিসেম্বর সকাল 10টা থেকে poushmela.in এই সাইটের মাধ্যমে প্লট বুক করা যাবে । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ।
এবার 24 ডিসেম্বর থেকে শুরু হবে পৌষমেলা । চলবে 4 দিন । আজ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ও অ্যাকাউন্ট অফিসার সঞ্জয় ঘোষ। জানানো হয়, 4 ডিসেম্বর সকাল 10 টা থেকে poushmela.in সাইটের মাধ্যমে অনলাইনে পৌষমেলার প্লট বুক করা যাবে । এবার ডোকরা শিল্পীদের জন্য 62 টি ও পটচিত্র শিল্পীদের জন্য 22 টি, মোট 84 টি প্লট বিনামূল্যে দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ । মেলায় মোট 1542 টি স্টল থাকছে এবার । 5 টাকা থেকে 120 টাকা পর্যন্ত স্কয়্যার ফিটের প্লট বুকিং করা যাবে । পাশাপাশি বিশ্বভারতী পড়ুয়াদের জন্য 19 টি প্লট সংরক্ষণ করা হয়েছে ।