কলকাতা, 13 ডিসেম্বর: বগটুই কাণ্ডের (Bogtui Massacre) অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু (Lalan Sheikh Death) নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । সিবিআই (CBI) হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালনের । তাই বিচারবিভাগীয় তদন্তের (Judicial Inquiry) আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । আর্জি জানানো হয়েছে, লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত হোক হাইকোর্টের বর্তমান বিচারপতির নজরদারিতে ।
মঙ্গলবার জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার আবেদন করা হয়েছে । মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে । আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।
চলতি বছরের 21 মার্চ বীরভূমের রামপুরহাটে খুন হন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা ভাদু শেখ (Bhadu Sheikh Murder Case) ৷ সেই ঘটনার কয়েক ঘণ্টা পরই স্থানীয় বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয় বলে অভিযোগ ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত 10 জনের ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ ৷