পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lalan Sheikh Death: লালন শেখের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আর্জি কলকাতা হাইকোর্টে - ভাদু শেখ

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বর্তমান বিচারপতির নজরদারিতে লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত (Judicial Inquiry) করার আর্জি জমা পড়েছে আদালতে ৷ জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার আবেদন জানানো হয়েছে ৷ মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা ৷

Plea in Calcutta Calcutta High Court for judicial inquiry into Lalan Sheikh death in CBI custody
Lalan Sheikh Death: লালন শেখের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আর্জি কলকাতা হাইকোর্টে

By

Published : Dec 13, 2022, 1:03 PM IST

Updated : Dec 13, 2022, 1:39 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: বগটুই কাণ্ডের (Bogtui Massacre) অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু (Lalan Sheikh Death) নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । সিবিআই (CBI) হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালনের । তাই বিচারবিভাগীয় তদন্তের (Judicial Inquiry) আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । আর্জি জানানো হয়েছে, লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত হোক হাইকোর্টের বর্তমান বিচারপতির নজরদারিতে ।

মঙ্গলবার জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার আবেদন করা হয়েছে । মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে । আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।

চলতি বছরের 21 মার্চ বীরভূমের রামপুরহাটে খুন হন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা ভাদু শেখ (Bhadu Sheikh Murder Case) ৷ সেই ঘটনার কয়েক ঘণ্টা পরই স্থানীয় বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয় বলে অভিযোগ ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত 10 জনের ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ ৷

বগটুইয়ের ঘটনার পর দীর্ঘদিন নিখোঁজ ছিলেন বগটুই-কাণ্ডের লালন । ঘটনার কয়েক মাস পর, কিছুদিন আগেই তাঁকে গ্রেফতার করে সিবিআই । এরপর থেকে সিবিআই হেফাজতেই ছিলেন তিনি । বীরভূমের রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছিল লালনকে । সোমবার সেই সিবিআই ক্যাম্পেই মৃত্যু হয় লালন শেখের । কিভাবে মৃত্যু হল, তা পরিষ্কার নয় ।

এই নিয়ে সোমবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত বীরভূম ৷ সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ দেখান নিহতের পরিজন । ক্যাম্প অফিসের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । এছাড়া রয়েছে রাজ্য পুলিশ । অন্যদিকে সিবিআই সূত্রে খবর, ঘটনায় কর্তব্যরত 1 সিআরপিএফ জওয়ান-সহ 1 কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ।

আরও পড়ুন:সিবিআই ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Last Updated : Dec 13, 2022, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details