বোলপুর, 10 এপ্রিল : বোলপুরে একটি বেসরকারি হাসপাতালকে সরকারের তরফে চিহ্নিত করা হয়েছে কোরোনা চিকিৎসার জন্য । আর তাতেই অশান্তি । হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । কারণ তাদের বক্তব্য, এই হাসপাতালে কোরোনা চিকিৎসা শুরু হলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে ।
হাসপাতাল থেকে ছড়াতে পারে সংক্রমণ, আশঙ্কায় বিক্ষোভ বোলপুরে - কোরোনা
বোলপুরে বেসরকারি হাসপাতালে দেওয়া হবে কোরোনা চিকিৎসা পরিষেবা । আর তাই ওই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল স্থানীয়রা । কারণ তাদের আশঙ্কা, এই হাসপাতাল থেকে কোরোনা সংক্রমণ ছড়াতে পারে ।
সরকারের তরফে প্রত্যেক জেলায় কিছু হাসপাতালকে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে । সেইমতো বোলপুরের লায়েকবাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালকে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত করা হয় । এই কথা জানার পরই আজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । তাদের দাবি, এই হাসপাতালে কোরোনা চিকিৎসা শুরু করে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে ।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বোলপুর থানার SDO অভ্র অধিকারী ও SDPO অভিষেক রায় । প্রথমে বিক্ষোভকারীদের বুঝিয়ে হাসপাতাল চত্বর থেকে দূরে সরানো হয় । তারপর বৈঠকে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।