শান্তিনিকেতন, 21 এপ্রিল : বিশ্বভারতীর ছাত্রাবাসে আত্মহত্যা পাঠভবনের ছাত্রের(Visva Bharati Student Died By Suicide)। উত্তরশিক্ষা হস্টেলে আত্মহত্যা করে ওই ছাত্র । খবর পেয়ে তড়িঘড়ি তাকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বিশ্বভারতীতে। পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছ ৷
মৃত ছাত্রের নাম অসীম দাস। নানুর থানার বনগ্রামের বাসিন্দা ৷ বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম। উত্তরশিক্ষা ছাত্রাবাসে থেকে সে পড়াশোনা করত ৷ বৃহস্পতিবার ছাত্রাবাস থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে ছাত্রাবাসের ওয়ার্ডেন ও নিরাপত্তারক্ষীরা বিশ্বভারতীর নিজস্ব পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে দেহ ৷ খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে উপস্থিত হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।