হাওড়া ও বোলপুর, 2 জানুয়ারি:নিম্নমানের খাবার, বেহাল শৌচালয় থেকে শুরু করে উটকো লোকের উৎপাত ! বছর শুরুর দিনে পশ্চিমবঙ্গের একমাত্র সেমি হাইস্পিড এবং প্রিমিয়াম কোয়ালিটির বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) সওয়ার হয়ে এমনই সব অভিজ্ঞতা হল যাত্রীদের ৷ যা নিয়ে সংবাদমাধ্যমের ক্য়ামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা ৷ এমনকী, খাবার বণ্টনে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রেলকর্মীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন যাত্রীরা ৷ তর্কাতর্কির সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ৷ ইটিভি ভারত অবশ্য ট্রেনের ভিতর তোলা রেকর্ড করা সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷
নির্ধারিত নির্ঘণ্ট মেনে 2023 সালের 1 জানুয়ারি হাওড়া রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস ৷ সেই ট্রেনে সওয়ার হতে মোটা রেস্ত খরচ করতে হয় যাত্রীদের ৷ অনেকে আবার ওই দিনই ফিরতি ট্রেনে হাওড়া ফেরেন ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা ৷ সোদপুরের বাসিন্দা পিউলি মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, তাঁর অভিজ্ঞতা অত্যন্ত খারাপ ৷ কারণ, বন্দে ভারতের খাবারের মান অত্যন্ত সাধারণ ৷ যা এমন একটি প্রিমিয়াম ট্রেনে কখনই আশা করা যায় না বলে মনে করেন পিউলি ৷ সবথেকে বড় কথা, পিউলি যে কামরায় ছিলেন, মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ছাড়তেই সেই কামরার দু'টি শৌচালয় বন্ধ করে দেওয়া হয় ! কর্তব্যরত রেলকর্মীদের দাবি ছিল, ওই দু'টি শৌচালয় কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে ! সেই কারণেই সেগুলি বন্ধ করে দেওয়া হয় ৷ এই গোটা ঘটনার জন্য ভারতীয় রেলকেই দুষেছেন এই যাত্রী ৷