পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিত শাহ-র গ্যাস হয়েছে, বিরোধীরা ভুগছে জন্ডিসে : অনুব্রত - BJP

বিরোধীদের জন্ডিস হয়েছে। সেই রোগের ওষুধ তাঁর জানা রযেছে বলে মন্তব্য অনুব্রত মণ্ডলের

অনুব্রত মণ্ডল

By

Published : Mar 31, 2019, 5:24 PM IST

Updated : Mar 31, 2019, 9:32 PM IST

দুর্গাপুর, ৩১ মার্চ : "বিরোধীদের জন্ডিস হয়েছে। তবে জন্ডিসের ওষুধ আমার জানা আছে।" আজ এক নির্বাচনী জনসভায় একথা বলেন, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি আরও বলেন, "অমিত শাহ-র গ্যাস হয়েছে। তাই তিনি ভুলভাল বকছেন।"

বোলপুরের দেবশালা গ্রামে আজ এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা হয়। সেখানে বক্তব্য রাখেন অনুব্রত। সভার মাঠ পুরো ভরেনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দুপুর তিনটেয় সভা ছিল। তীব্র রোদের জন্য অনেকেই সভায় আসেননি। সেজন্য মাঠ ভরেনি। অনুব্রত বক্তব্য রাখতে উঠে প্রথমেই এই তীব্র রোদের মধ্যে জনসভা ডাকার জন্য উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে নেন।

নিজের বক্তব্যে অনুব্রত অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। সভার পর সাংবাদিকদের অনুব্রত বলেন, "এত দুর্বল ইলেকশন আগে কখনও দেখিনি। কোথাও বিরোধী নেই। আসলে বিরোধীদের জন্ডিস হয়েছে। জন্ডিসের কী ওষুধ, কোন হাসপাতালে যেতে হবে তা পরে বলে দেব।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

রাজ্যে BJP ২২ থেকে ২৪টি আসন পাবে বলে দলের সর্বভারতীয় সভাপতি আমিত শাহ সম্প্রতি দাবি করেছেন। সেই প্রসঙ্গে অনুব্রত বলেন, "ও কখন কী বলে জানে না। যখন গ্যাস হয়ে যায় তখন ভুলভাল বকে।"

নরেন্দ্র মোদি ব্রিগেডে সভা করতে আসছেন। সেই প্রসঙ্গে অনুব্রত বলেন, "নরেন্দ্র মোদি যদি স্থানীয় লোকদের দিয়ে দেবশালা গ্রামের এই মাঠটুকু ভরাতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। নরেন্দ্র মোদি বা অমিত শাহ বীরভূম থেকে দাঁড়িয়ে ভোটে লড়ুক। পাঁচ থেকে ছয় লাখ ভোটে হারাব কথা দিলাম।"

বীরভূম লোকসভা আসনের BJP প্রার্থী দুধকুমার মণ্ডল সম্পর্কে সাংবাদিকরা অনুব্রতকে প্রশ্ন করলে তিনি বলেন, "ওর সম্পর্কে কিছু বলব না, বললে ও গুরুত্ব পেয়ে যাবে।"

Last Updated : Mar 31, 2019, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details