দুর্গাপুর, ৩১ মার্চ : "বিরোধীদের জন্ডিস হয়েছে। তবে জন্ডিসের ওষুধ আমার জানা আছে।" আজ এক নির্বাচনী জনসভায় একথা বলেন, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি আরও বলেন, "অমিত শাহ-র গ্যাস হয়েছে। তাই তিনি ভুলভাল বকছেন।"
বোলপুরের দেবশালা গ্রামে আজ এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা হয়। সেখানে বক্তব্য রাখেন অনুব্রত। সভার মাঠ পুরো ভরেনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দুপুর তিনটেয় সভা ছিল। তীব্র রোদের জন্য অনেকেই সভায় আসেননি। সেজন্য মাঠ ভরেনি। অনুব্রত বক্তব্য রাখতে উঠে প্রথমেই এই তীব্র রোদের মধ্যে জনসভা ডাকার জন্য উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে নেন।
নিজের বক্তব্যে অনুব্রত অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। সভার পর সাংবাদিকদের অনুব্রত বলেন, "এত দুর্বল ইলেকশন আগে কখনও দেখিনি। কোথাও বিরোধী নেই। আসলে বিরোধীদের জন্ডিস হয়েছে। জন্ডিসের কী ওষুধ, কোন হাসপাতালে যেতে হবে তা পরে বলে দেব।"