বোলপুর, 11 অগস্ট:গত এক বছরে 'অনুব্রতহীন' বীরভূমে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট । 2022 সালের 11 অগস্ট বোলপুরের নীচুপট্টীর বাড়ি থেকে গরু পাচার মামলায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই । বর্তমানে তিহাড় জেলে বন্দি একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ তাঁকে ছাড়াই এবার বসেছিল পঞ্চায়েত নির্বাচনের আসর । ভোট পর্বজুড়ে ছিল না অনুব্রতর বিভিন্ন নিদান ও হুঁশিয়ারি ৷ তবে এক বছর ধরে জেলে থাকলেও দলীয় সব পদেই আগের মতো একই ভাবে এখনও বহাল রয়েছেন তিনি ৷
2011 সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর নাম জেলা তথা রাজ্য রাজনীতিতে প্রবলভাবে উঠে এসেছে বারবার ৷ বিরোধীদের অভিযোগ, অনুব্রতর জামানায় বীরভূমে দুর্নীতিটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল ৷ সেই দোর্দণ্ডপ্রতাপ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে 2022 সালের 11 অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই । তাঁর বোলপুরের নীচুপট্টীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । ওই দিনই তাঁকে তোলা হয় আসানসোল সিবিআই আদালতে৷ কিছুদিন সিবিআই হেফাজতে থাকার পরে আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি । তার আগে 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন ।
এরই মাঝে 2022 সালের 17 নভেম্বর তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজেদের হেফাজতে নেয় ইডিও ৷ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে এবছরের 7 মার্চ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয় । ইডির সদর দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । 14 মার্চ অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারীকে গ্রেফতার করে ইডি ৷ 21 মার্চ অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে পাঠানো হয় । পরে 26 এপ্রিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি৷ বর্তমানে তাঁরা সবাই তিহাড় জেলেই বন্দি ।