পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI in Bagtui Massacre Probe : বগটুইকাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক, ধৃত বেড়ে 5

ধৃত ব্যক্তির নাম সমীর শেখ ৷ বগটুই গণহত্যাকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের (Rampurhat Bagtui Massacre) ৷

CBI in Bagtui Massacre Probe
বগটুইকাণ্ডে সিবিআই জালে আরও এক

By

Published : Apr 10, 2022, 5:29 PM IST

Updated : Apr 10, 2022, 5:44 PM IST

রামপুরহাট, 10 এপ্রিল : বগটুই গণহত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই (CBI arrested one more in Bagtui Massacre probe) ৷ ধৃতের নাম সমীর শেখ ৷ রবিবার তাকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারির পরেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি ৷ তাকে চিকিৎসা করার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ধৃত সমীর শেখ ভাদু শেখ ঘনিষ্ঠ লালন শেখের শ্বশুর । বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ এখনও পলাতক ৷

এই নিয়ে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ কয়েকদিন আগেই বাপ্পা শেখ, সাবু শেখ, সিরাজুল ইসলাম ও তাজ মহম্মদ নামে চারজনকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ এই চারজনকে জিজ্ঞাসাবাদ করে ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এদিন সমীর শেখকে গ্রেফতার করে সিবিআই ৷ সোমবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে ।

বগটুইকাণ্ডে সিবিআই জালে আরও এক

আরও পড়ুন : অবশেষে পুলিশের জালে মগরাহাট জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম

উল্লেখ্য, গত 21 মার্চ রাতে বগটুইয়ে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ ৷ তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় ওই গ্রামের একাধিক বাড়িতে ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের ৷ যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু ৷ এই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি ৷ জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রেও উঠে আসে বগটুইকাণ্ড ৷ এই ঘটনার তদন্তের জন্য রাজ্য সিট গঠন করলেও, পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷

Last Updated : Apr 10, 2022, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details