ময়ূরেশ্বর, 20 এপ্রিল : বোমা বাঁধতে গিয়ে মৃত এক ৷ আহত আরও তিন ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের বানাসপুর গ্রামে ৷
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল রাতে বানাসপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা আনারুল শেখের বাড়িতে অনেকে জমায়েত হয়ে বোমা বাঁধার কাজ করছিল । সেই সময় বোমা ফেটে ঘটে বিপত্তি । আওয়াজ শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাস্থলে রক্ত পড়ে থাকতে দেখলেও স্থানীয়দের কথামতো তাঁরা কোনও দেহ দেখতে পাননি ৷ পরে রাতে তাঁরা হোয়াটসঅ্যাপে মৃতের ছবি দেখেন ৷ সূত্রে খবর, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ৷ আরও তিনজন আহত হয়েছেন এই ঘটনায় । তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা ৷