পশ্চিমবঙ্গ

west bengal

বিশ্বভারতীতে পড়ুয়া হামলা, ঝাড়খণ্ড থেকে ধৃত 1 অভিযুক্ত

ঝাড়খণ্ড থেকে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেপ্তার করে সুলভ কর্মকারকে ৷ সে বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে বাম সমর্থককে মারধরের অভিযোগ রয়েছে ৷

By

Published : Jan 19, 2020, 2:40 PM IST

Published : Jan 19, 2020, 2:40 PM IST

shantiniketan
বিশ্বভারতী

শান্তিনিকেতন, ১৯ জানুয়ারি : বিশ্বভারতীতে বাম পড়ুয়াকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হল সুলভ কর্মকার নামে এক ছাত্রকে । তাকে আজ ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ আগেই অচিন্ত্য বাগদি এবং সাবির আলিকে গ্রেপ্তার করেছিল। সেই সময় থেকেই পলাতক ছিল সুলভ ৷ বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র সুলভ ৷ তবে ABVP এর দাবি, সুলভ তাদের সংগঠনের সদস্য নয়।

এই সংক্রান্ত খবর :"এ'টা লঘু পাপে গুরুদণ্ড", বলছে বিশ্বভারতীর ঘটনায় ধৃতরা

15 জানুয়ারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া। অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের ABVP-সংগঠনের সদস্য অচিন্ত্য বাগদি ও সাবির আলি তাদের উপর হামলা করে । ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনি পাল। কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়। অভিযোগ, হামলাকারীরা হাসপাতালে পৌঁছায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনিদের উপর চড়াও হয় তারা। সুলভের বিরুদ্ধেও পড়ুয়া মারধরের অভিযোগ দায়ের হয় ৷

পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন: বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ ABVP-র বিরুদ্ধে, আক্রান্ত 2

ABOUT THE AUTHOR

...view details