ধুপগুড়ি, ৩ মার্চ : ট্রেনেই সন্তান প্রসব যুবতির। আজ দুপুরে ধুপগুড়ি রেল স্টেশনের ঘটনা। যুবতির নাম রিঙ্কুদেবী। আজ তিনি ডাউন আগরতলা-হাবিবগঞ্জ এক্সপ্রেসে উঠেছিলেন। যাচ্ছিলেন নাবাদা। হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। ট্রেনের মধ্যেই তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।
রিঙ্কুদেবী আগরতলা থেকে ট্রেনে উঠেছিলেন। ধুপগুড়ি স্টেশনে ট্রেনটি ক্রসিং-এ দাঁড়িয়ে পড়ে। এরপরই ওই যুবতির প্রসব যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি ধুপগুড়ি স্টেশন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ততক্ষণে কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে কামরার বার্থ। চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক আসার আগেই রিঙ্কুদেবী প্রসব করেন।