সিউড়ি, 13 জুন : আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বীরভূম পুলিশ (Arrested 1 with firearms in Dubrajpur) ৷ ধৃতের কাছ থেকে ওয়ান শার্টার, মাস্কেট, টু শার্টার ও বোমার মশলা উদ্ধার করা হয়েছে ৷ প্রায় পাঁচমাস ধরে নজরদারির পর শেখ মজিবুর নামে এই দুষ্কৃতীকে সোমবার গ্রেফতার করে পুলিশ ৷
সোমবার সিউড়িতে সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানান, দুবরাজপুর থানার বোধ গ্রামের বাসিন্দা শেখ মজিবুর ৷ দীর্ঘদিন গ্রাম ছাড়া এই দুষ্কৃতীর উপর প্রায় পাঁচমাস ধরে নজর রাখছিল পুলিশ ৷ দুবরাজপুর থানার ওসি-সহ অন্যান্য অফিসারদের নেতৃত্বে তিনটি টিম তৈরি করা হয় ৷ এদিন গ্রাম থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের কাছ থেকে তিনটি ওয়ান শার্টার, একটি টু শার্টার, পাঁচটি মাস্কেট-সহ গান পাউডার, বোমা তৈরির মশলা ও 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে । কী কারণে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করেছে তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷
Miscreant Arrest in Dubrajpur : দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1 - দুবরাজপুরে গ্রেফতার এক দুষ্কৃতী
পাঁচমাস ধরে নজর রাখার পর অবশেষে পুলিশের জালে দুষ্কৃতী (Miscreant Arrest in Dubrajpur)৷ আগ্নেয়াস্ত্র-সহ তাকে সোমবার গ্রেফতার করে বীরভূম পুলিশ ৷
দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী
এছাড়াও, মাড়গ্রামে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় জন্নত শেখ ওরফে টিঙ্কু নামে একজনকে এদিন গ্রেফতার করে পুলিশ ৷ আরেক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি ৷ এই ঘটনায় পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "পুলিশের তিনটি দল পাঁচমাস ধরে ট্র্যাক করছিল । লোকেশন পেয়ে আমরা ওই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছি ৷ মাড়গ্রামের ঘটনাতেও একজন গ্রেফতার হয়েছে, আরেকজন অভিযুক্তও হয়ে যাবে ৷"
আরও পড়ুন :Businessman Shootout : মাড়গ্রামে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি