বোলপুর, 5 জুন : বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day) বোলপুর উচ্চ বিদ্যালয় তৈরি হল ফসিল গ্যালারি (Fossils gallery) বা জীবাশ্ম প্রদর্শনশালা ।
25টি উদ্ভিদ জীবাশ্ম রয়েছে উদ্ভিদ বিজ্ঞানী বীরবল সাহানির নামাঙ্কিত এই প্রদর্শনশালায় । কমপক্ষে 10 হাজার বছরের পুরোনো উদ্ভিদ জীবাশ্মগুলি । বোলপুর সংলগ্ন রূপপুর এলাকায় পুকুর খনন করতে গিয়ে একাধিক উদ্ভিদ জীবাশ্মের হদিশ মেলে । জানা গিয়েছে, ছোটনাগপুর প্রান্তীয় অঞ্চল জুড়ে ভূ-আন্দোলনের ফলে একসঙ্গে বিস্তীর্ণ এলাকার উদ্ভিদ ভূ-অভ্যন্তরে চলে যায় । মাটির নিচের চাপ ও তাপের ফলে প্রস্তরীভূত হয় উদ্ভিদের কাণ্ড । এই উদ্ভিদ জীবাশ্মগুলি ক্রিটেশিয়াস যুগ তথা মেসোজোয়িক যুগের ভূ-আন্দোলনের সময়কার বলে মনে করা হয় । এইরকম 25টি জীবাশ্ম নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে বোলপুর উচ্চ বিদ্যালয় তৈরি হল জীবাশ্ম প্রদর্শনশালা ।