পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনের ফাঁকা রাস্তায় চিকিৎসককে ভয় দেখিয়ে ছিনতাই - On lockdown road Snatch at siuri

চিকিৎসক চিত্তরঞ্জন ঘোষকে খুনের হুমকি দেয় ওই দুষ্কৃতী। এরপর চিকিৎসকের হাত থেকে দু'টি হিরে ও সোনার আংটি সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

On lockdown road Snatch at siuri
সিউড়িতে

By

Published : Apr 12, 2020, 7:45 PM IST

সিউড়ি, 12 এপ্রিল: এবার লকডাউনে ছিনতাইয়ের ঘটনা ঘটল সিউড়িতে। ভয় দেখিয়ে চিকিৎসকের কাছ থেকে সোনা, হিরের আংটি ও নগদ 2000 টাকা ছিনতাই করল এক দুষ্কৃতী৷ ঘটনায় সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন চিকিৎসক চিত্তরঞ্জন ঘোষ।

বর্তমানে লকডাউনের কারণেই জনশূন্য অধিকাংশ রাস্তা। সেই সুযোগ কাজে লাগিয়ে সিউড়ির এক চিকিৎসককে ভয় দেখিয়ে ছিনতাই করল ওই দুষ্কৃতী। আজ প্রতিদিনের মতোই নিজের চেম্বারে যাচ্ছিলেন চিকিৎসক চিত্তরঞ্জন ঘোষ। সিউড়ির সমন্বয় পল্লির বাসিন্দা তিনি৷ এদিন বাড়ি থেকে বেরনোর পর চিত্তরঞ্জন ঘোষকে বাইক আরোহী এক যুবক দাঁড় করায়। চিত্তরঞ্জনবাবুর এক পরিচিত ব্যাক্তির নাম করে বাইকে করে ডাক্তারবাবুকে চেম্বারে পৌঁছে দিতে চায় সে। চিকিৎসক চিত্তরঞ্জন ঘোষ যুবকের বাইক ওঠেন। কিন্তু, কিছুটা গিয়েই ফাঁকা রাস্তায় একটি ঝোপ জঙ্গলের কাছে বাইক থামিয়ে দেয় যুবক। অভিযোগ, সে ডাক্তারবাবুকে গুলি করে খুন করার হুমকি দেয়। চিকিৎসকের হাতের দু'টি হিরে ও সোনার আংটি, নগদ 2000 টাকা নিয়ে চম্পট দেয়।

এই ঘটনায় সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক চিত্তরঞ্জন ঘোষ৷

ABOUT THE AUTHOR

...view details