পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাইট ডিউটিতে আসার পথে শ্লীলতাহানির অভিযোগ, বিক্ষোভ রামপুরহাট মেডিকেলের নার্সদের

রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে একটি লিখিত অভিযোগ করা হয়েছে রামপুরহাট থানায় । তারই ভিত্তিতে এখনও পর্যন্ত একজন যুবককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ ।

Rampurhat Medical College and Hospital
প্রতীকী ছবি

By

Published : Jun 10, 2021, 10:25 PM IST

রামপুরহাট, 10 জুন: বেশ কয়েকদিন ধরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নার্সদের উত্ত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠছিল । আজ তারই প্রতিবাদে এমএসভিপি ডাঃ পলাশ দাসের সামনে বিক্ষোভ দেখালেন নার্সরা ।

হাসপাতাল সূত্রে খবর, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমন অনেক নার্স আছেন, যাঁরা হাসপাতালের কোয়ার্টারে না থাকে রামপুরহাট শহরের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া বা বাড়ি কিনে থাকেন । বেশিরভাগ ক্ষেত্রে নাইট ডিউটি করতে আসার সময় রাস্তায় বেশ কয়েকজন যুবক তাঁদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন, " হাসপাতাল ঢোকার আগে ডিউটিতে আসার সময় কয়েক জন যুবক বাইকে করে আসে ৷ গায়ে হাত দেওয়ার চেষ্টা করে । বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয় । গত রাতে আমারই এক সহকর্মীর গায়ে হাত দেয় । তাই আমরা প্রতিবাদ করছি ।"

আরও পড়ুন : আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে একটি লিখিত অভিযোগ করা হয়েছে রামপুরহাট থানায় । তারই ভিত্তিতে এখনও পর্যন্ত একজন যুবককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details