পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 22 - কনটেইনমেন্ট জ়োন

গত তিন দিনে তিনটি নতুন কনটেনমেন্ট জ়োন হল বীরভূমে । 15 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যের মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 641 ৷ যার মধ্যে বীরভূমে 22 টি।

Birbhum
Birbhum

By

Published : Jul 16, 2020, 4:37 PM IST

সিউড়ি, 16 জুলাই : নতুন করে কনটেনমেন্ট জ়োনের তালিকাভুক্ত হল বীরভূমের সাঁইথিয়া ও দুবরাজপুর। এই নিয়ে গত তিনদিনে তিনটি নতুন কনটেনমেন্ট জ়োন হল জেলায়। 9 জুলাই বীরভূমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল মাত্র 9 টি ৷ তারপর 14 জুলাই তা বেড়ে দাঁড়ায় 19 টি ৷ এবং গতকালকের রিপোর্ট পর্যন্ত বীরভূমের কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 22 টি।


সাঁইথিয়া পৌরসভার তিনটে এলাকা কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত হয়েছে। এই প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনটি এলাকাতে বেশ কয়েকজন কোরোনা আক্রান্ত হয়েছেন । এই এলাকাগুলি হল -সাঁইথিয়া পৌরসভার (2 নম্বর নম্বর ওয়ার্ডের ধর্মতলা, 11 নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্লি এবং 7 নম্বর ওয়ার্ডের পূর্ব পল্লি) , দুবরাজপুর পৌরসভার( 3 নম্বর ওয়ার্ডের নায়েক পাড়া)। উল্লেখ্য, এখানে গত মঙ্গলবার এক যুবক সংক্রমিত হয়েছে ।

জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যের মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 641 ৷ যার মধ্যে বীরভূমে 22 টি। বীরভূমের সবথেকে বেশি কনটেনমেন্ট জ়োন রয়েছে রামপুরহাট এলাকায়। রামপুরহাট মহকুমা এলাকায় মোট 12 টি কনটেনমেন্ট জ়োন রয়েছে। এছাড়াও বোলপুরে 5 টি, সিউড়িতে একটি, সাঁইথিয়ায় 3 টি এবং দুবরাজপুরে 1 টি কনটেনমেন্ট জ়োন আছে।

ABOUT THE AUTHOR

...view details