পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC হচ্ছে না, CAA-র জন্য কারও নাগরিকত্ব যাবে না : মুকুল

রাজ্য BJP-র অনেকে NRC ও CAA নিয়ে যা বলছেন তা ঠিক নয় ৷ রাজ্য থেকে কাউকে তাড়ানো হবে না ৷ আজ তারাপীঠে পুজো দিতে গিয়ে CAA ও NRC প্রসঙ্গে এই কথা বললেন মুকুল রায় ৷

CAA
মুকুল রায়

By

Published : Jan 23, 2020, 1:37 PM IST

রামপুরহাট, 23 জানুয়ারি : রাজ্যে NRC হচ্ছে না, জানালেন মুকুল রায় ৷ পাশাপাশি CAA-র জন্য কারও নাগরিকত্ব যাবে না, একথাও বলেন তিনি ৷ মুকুলবাবু বলেন, "NRC নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়আলোচনা হয়নি ৷" CAA ও NRC প্রসঙ্গে রাজ্যে তৃণমূল-BJP সংঘাতের পরিবেশ চরমে ৷ এই পরিস্থিতিতে মুকুল রায়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আজ বেলা 10 টা নাগাদ তারাপীঠে পুজো দিতে আসেন মুকুল রায় ৷ তারাপীঠে তাঁকে CAA ও NRC প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ উত্তরে তিনি বলেন, "NRC হবে একথা অমিত শাহ কোথাও বলছেন না ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি ৷ CAA-র ফলে একজন মানুষেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না ৷ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো দেশগুলিতে যেসব সংখ্যালঘু মানুষরা অত্যাচারিত, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে ৷"

NRC প্রসঙ্গে বলছেন BJP নেতা মুকুল রায়

আরও পড়ুন : বাংলাদেশের মুসলমানদের ঢুকতে দেব না : দিলীপ ঘোষ

মুকুলবাবু আরও বলেন, "রাজ্য থেকে কাউকে বিতাড়িত করা হবে না ৷ যারা আছে, তারা সবাই থাকবে ৷ " দিলীপ ঘোষসহ আরও কয়েকজন BJP নেতা CAA নিয়ে তাহলে কি বিভ্রান্তি ছড়াচ্ছেন ? সাংবাদিকরা এই প্রশ্ন করেন মুকুলকে ৷ উত্তরে মুকুল বলেন, "আমি কারও নাম করতে চাই না ৷ তবে যারা বলছেন, তারা ঠিক কথা বলছেন না ৷ ভুল বলছেন ৷"

গতকালই সুপ্রিম কোর্টে CAA-র বিরুদ্ধে 144 টি পিটিশনের শুনানি হয় ৷ সিদ্ধান্ত হয় সাংবিধানিক বেঞ্চ গঠনের ৷ এই পরিস্থিতিতে বঙ্গ BJP-র অন্যতম হেভিওয়েট মুকুল রায়ের এই মন্তব্যকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা ৷

ABOUT THE AUTHOR

...view details